• বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল ভ্রাম্যমান আদালতের অভিযান – ১২টি মোটরসাইকেল চালককে ৪হাজার ৯শ ৫০টাকা জরিমানা।। অধিকাংশই কোটিপতি, সম্পদ-অর্থ বেড়েছে রাজশাহীর মন্ত্রী-এমপিদের হলফনামা থেকে সাকিবের সম্পদ সম্পর্কে যা জানা গেল ওসিদের বদলির সময়সীমা বাড়লো নাচোলে বিনা মূল্যে কৃষকদের মাঝে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। “হল অফ ফ্রেম ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড” পেলেন চাঁপানবাবগঞ্জের মেয়ে রোকেয়া খাতুন “হল অফ ফ্রেম ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড” চাঁপানবাবগঞ্জের মেয়ে রোকেয়া খাতুন এলপিজি গ্যাসের দাম বাড়ল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

এক যুগ পর মানসিক ভারসাম্যহীন দূর্গা পেল পরিবার

Reporter Name / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতি‌নি‌ধিঃ

যখন পেপার পত্রিকা ও মিডিয়া জুড়ে শুধু ধর্ষণের ছড়াছড়ি। রাস্তায় পড়ে থাকা পাগলীও রেহাই পাচ্ছে না বিবেকহীন মানুষ নাম পুশুদের হাত থেকে। এমনি একটি সময় যখন আমরা পার করছি ঠিক তখনি “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য”এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন টাঙ্গাইলের নাগরপুর উপ‌জেলার ধুব‌ড়িয়া গ্রা‌মের কৃ‌তি সন্তান আসাদুজ্জামান রনি। নাম ঠিকানা অজানা মানসিক ভারসাম‌্যহীন ‌একটি মে‌য়ে‌কে আদর যত্নে লালন পালন ক‌রে দীর্ঘ ১১ বছর পর তু‌লে দিলেন তার প‌রিবা‌রের নিকট । র‌নি দীর্ঘ প্রায় ১১ বছর মানসিক ভারসাম্যহীন এক নারীকে আশ্রয় দিয়ে তার সকল দায়ীত্ব নিজ কাধে তুলে নেন। সেই সাথে তার পরিচয় ও পরিবারের সন্ধান করতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালান। কোন উপয় না পেয়ে রনি ফেসবুকে মেয়েটির সন্ধান পেতে ছবিসম্বলীত একটি পোষ্ট দেন। ফেসবুকের সুফলে পাওয়া যায় মেয়েটির পরিবারের সন্ধান।

এলাকাবাসী সূ‌ত্রে জানা যায়, মানসিক ভারসাম‌্যহীন মে‌য়ে‌টিকে ২০১০ সা‌লের দি‌কে ধুব‌ড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থা‌নে ঘুরতে দেখা গেছে। এর মধ্যে ডি‌জিটাল বলরামপ‌ুর বাজার, পুরাতন বাজার, ধুব‌ড়িয়া তেরাস্তা বাজা‌রে উ‌দ্দেশ‌্যবিহীন ভা‌বে ঘুরতে দেখা যায়। ‌মে‌য়ে‌টি‌কে স্থানীয় লোকজন নাম প‌রিচয় জি‌জ্ঞেস কর‌লে সে কিছুই বল‌তে পারত না। ভারসাম‌্যহীন মে‌য়ে‌টি যখন কোথাও আশ্রয় পা‌চ্ছিল না তখন মে‌য়ে‌টি ধুব‌ড়িয়া তেরাস্তা বাজা‌রে এ‌সে আশ্রয় নেয়। সেই সময় মে‌য়ে‌টির লালন পালনের দ্বা‌য়িত্ব ভার স্বেচ্ছায় নি‌জের কা‌ধে তু‌লে নেন স” মি‌লের মা‌লিক র‌নি । সে ধুব‌ড়িয়া তেরাস্তা বাজা‌র ক‌মি‌টির সভাপ‌তি আসাদুজ্জামান র‌নি। তিনি নাম প‌রিচয়হীন মে‌য়ের নাম দেন লাইলী। সেই সা‌থে মে‌য়ে‌টিকে প‌রিবা‌রের নিকট ফি‌রি‌য়ে দেওয়ার জন‌্য আপ্রাণ চেষ্টা কর‌তে থাকেন। অব‌শে‌ষে দীর্ঘ ১১বছর পর মে‌য়ে‌টির প‌রিবা‌রের সন্ধান পান তিনি। জানা যায় লাইলীর আসল নাম দূর্গা রানী। স্বামীর নাম র‌মেশ, বা‌ড়ি দিনাজপু‌রের সস্তীতলা শহীদুল ক‌লোনী‌। মেয়েটির বাবার বা‌ড়ি বগুড়া জেলার সান্তাহা‌রের সুইপার ক‌লোনী।

এ ব‌্যাপা‌রে র‌নি অশ্রু‌সিক্ত নয়‌নে ব‌লেন, মে‌য়ে‌টিকে তার প‌রিবা‌রের নিকট ফি‌রি‌য়ে দি‌তে পে‌রে আমি খুবই আন‌ন্দিত। মে‌য়ে‌টি যেন বা‌কি জীবনটা তার প‌রিবা‌রের সা‌থে সু‌খে শান্তিতে দিন কাটাতে পা‌রে। সৃ‌ষ্টিকর্তার নিকট সেই প্রার্থনা ক‌রি। তিনি আরোও বলেন, দূর্গার সুচিকিৎসার জন্য প্রয়োজনে সকল প্রকার সাহায্য সহায়তা আমি করবো।

এ বিষয়ে বগুড়া জেলার শান্তাহার উপজেলার সুইপার ক‌লোনী গ্রামের রতন হরিজনের ছেলে নাদিম হরিজন, আরমান হরিজন, শাকিল হরিজন, প্রদীপ হরিজন, রিপন হরিজন বলেন, প্রায় ১১ বছর রনি ভাই আমাদের বোনকে স্বযত্নে লালন পালন করে আজ আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছেন। এটা মানবতার এক অনন্য উদাহরণ। আমাদের বোনকে ফিরে পেয়ে আমরা খুবই আনন্দিত। রনি ভাইকে ধন্যবাদ দেয়ার ভাষা আমাদের জানা নেই।

এ বিষয়ে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আওলাদ হোসেন লিটন বলেন, আমরা যে কাজটি করতে পারিনি রনি তা করে দেখিয়েছে। মানবতা আজোও বেঁচে আছে এটা তারই সাক্ষ্য বহন করে। দিনাজপুরে বসবাসকারী আমার ভাই দীলিপ এর সাথে দূর্গা (লাইলী) এর বিষয়ে আলাপ করলে, দিলিপ তার ফেসবুকে ছবি সহ পোষ্ট করলে তার ফেসবুকের শতশত বন্ধুরা বিষয়টি শেয়ার করে। একপর্যায়ে, হরিজন সম্প্রদায়ের নেতাদের সাথে যোগাযোগ হওয়ায়, পরিচয় নিশ্চিত হয়ে দূর্গা (লাইলী) কে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাকিল হোসেন ও বর্তমান চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠন করেছেন। তাই আজ দূর্গা হরীজনকে তার পরিবার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সহয়তায় তারা খুঁজে পেয়েছেন।

নাগরপুর থানার এসআই মো. আমিনুল বলেন, মানবতার কাছে পৃথিবীর সকল আইন তুচ্ছ। রনি ভাইয়ের মানবতায় ভারসাম্যহীন মেয়েটিকে তার পরিবার ফিরে পেয়েছে। এটা মানবতার এক অনন্য উদাহরণ।

১৪ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের ধুবড়িয়া তেরাস্তার মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের অফিসে পরিবারের সকলকে পেয়ে দূর্গা আনন্দে আপ্লূত হয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!