স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে কুরআন তেলওয়াত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতার অংশ হিসেবে রবিবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরিপাড়া রওজাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ প্রতিযোগী অনুষ্ঠিত হয়।
এতে ৪টি প্রতিযোগীতায় ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে দারুল উলুম হামিউস সুন্নাহ উলামানগর মাদ্রাসার মুহা: তরিকুল ইসলাম, জাবালে নুর ইন্টারন্যাশন্যাল হাফিজিয়া মাদ্রাসার মোহা উসমান আরাফাত ও
মো: আরিফুল ইসলাম এবং তেলকুপি বিশ্বাসটোলা দারুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার মোহা: ওলিউল্লাহ প্রথম স্থান অধিকার করে।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাও: মো: মুঈনুল ইসলামের সভাপত্বিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব মো: আকবর হোসেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সহসভাপতি মো: মজিবুর রহমান।
এদিকে শনিবার বিকেলে শাহবাজপুর তেরশিয়া গ্রামে বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ,আবৃত্তি ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কয়ালার দিয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান।
অনুষ্ঠানে কুইজ,আবৃত্তি ও কুরআন তেলাওয়াত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারন করা হয়।