আন্তর্জাতিক ডেস্কঃ
ক্রেতা সন্ধানে দুই মাস জাহাজে থাকা প্রায় ৯০০ গরু মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। কার্টাগেনা বন্দরে পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত জানায় সরকারের প্রতিনিধি দল।
বলা হয়, লম্বা সফরে ক্লান্ত হয়ে পড়েছে গরুগুলো। এখন এগুলোকে ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে দেয়ার সুযোগ নেই। অন্য কোনো দেশে পাঠানোরও উপযুক্ত নয় এগুলো।
তুরস্কে রফতানির উদ্দেশে ডিসেম্বরে কার্টাগেনা বন্দর থেকেই ৮৯৫টি গরু নিয়ে রওনা হয় ‘করিম আল্লাহ’ নামের জাহাজ। কিন্তু বোভিন ব্লু-টাং ভাইরাস আছে এমন শঙ্কায় গরু কিনতে অস্বীকৃতি জানায় তুরস্ক। তখন থেকেই ক্রেতার সন্ধানে ভূমধ্যসাগরে ভাসছে জাহাজটি।
কেউ কিনতে আগ্রহী না হওয়ায় গত সপ্তাহে স্পেনের বন্দরে ফেরত আসে গরুগুলো। এরপরই সবগুলো গরু মেরে ফেলার সিদ্ধান্ত নিলো স্পেন সরকার।