মোঃ মিজানুর রহমান
(বাগমারা,প্রতিনিধি)
রাজশাহী বাগমারা তাহেরপুর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে পৌর পিতা নির্বাচিত হয়েছে তিন বারের নির্বাচিত মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। উন্নয়ন উন্নতির আরেক নাম মেয়র আবুল কালাম আজাদ। তাহেরপুর পৌরসভা প্রতিটি কাজে তার অবদান অপরিসীম ছাএ বয়স থেকে তিনি রাজনীতি সাথে জড়িত। তাহের পৌর মার্কেট সুপার মার্কেট তাহেরপুর অডিটোরিয়াম রাস্তা থেকে শুরু করে প্রতিটি কাজে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এবং সফলতা সাথে অনেক কাজ সম্পন্ন করেছেন ইতিপূর্বে।
তার সফলতা ও উন্নয়ন উন্নতি ফল এবং ধারাবাহিকতা দেখে জনসাধারণের বিপুর ভোটে তিনবারের মতো পৌর পিতা নিযুক্ত হয়েছে।
তার ধারাবাহিকতা আজ ২৭ ই ফেব্রুয়ারি রোজ শনিবার তাহেরপুর পৌর মার্কের সমিতির উদ্যোগে সংর্বধনা প্রদান করেন তাহেরপুর পৌর মার্কেটের সকল দোকানবৃন্দ।
উপস্থিত ছিলেন
তিন বারের সফল অধ্যক্ষ মোঃ মেয়র আবুল কালাম আজাদ
প্রধান অতিথি আবু বাক্কার মৃধা মুনসুর সভাপতি তাহেরপুর পৌরসভা আওয়ামীলীগও আহ্বায়ক, নৌকা নির্বাচন পরিচালনা কমিটি
বিশেষ অতিথি অধ্যক্ষ মুহাঃতোফাজ্জল হোসেন তাহেরপুর কলেজ ও সহ -সভাপতি তাহেরপুর পৌর আওয়ামীলীগ। মোঃ মোজাহার রহমান বিপ্লব যুগ্ন সাধারণ সম্পাদক
সভাপতি মোজাহার তাহেরপুর পৌর মার্কেট ও তাহেরপুর পৌরসভা নব নির্বাচিত কাউন্সিলবৃন্দ সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠন।