• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। নাচোলে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন নওগাঁয় ট্রেনে ছিনতাইকারীর কবলে প্রান গেল স্বেচ্ছাসেবক লীগ নেতার। গোপালগঞ্জে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার কর্মীর বিয়েতে যোগ দিতে হেলিকপ্টারে চড়ে অজপাড়াগায়ে এলেন সৌদি নাগরিক। টুঙ্গিপাড়ায় বিএফএমটিএসসি শিক্ষার মান উন্নয়নে করনীয় শীর্ষক শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভা। কোটালীপাড়ায় অনাথ আশ্রম থেকে শিশু উদ্ধার সাপাহারে ভ্রাম্যমাণ আদালতে ভূয়া ডাক্তারের জেল ও জরিমানা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাক চাপায় আম আড়ৎদার ইমরান নিহত বরিশালে রবিন বল্লব এর ব্যক্তিগত আক্রোশ এর স্বীকার একটি খৃষ্টান পরিবার।

নাটোরে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

নাটোরে ট্রাকের ধাক্কায় বিষ্ণুপদ পাল নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের বড়হরিশপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিষ্ণুপদ পাল বগুড়া সদর থানার সেকেরকোল গ্রামের অমুল্য পালের ছেলে। তিনি নাটোর কোর্টের এপিএসআই পদে কর্মরত পুলিশ সদস্য ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন জানান, বিষ্ণুপদ পাল সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ লাইনস থেকে বের হয়ে পায়ে হেটে শহরের দিকে আসছিলেন। পথে বড়হরিশপুর শ্মশান গেটের সামনে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় বিষ্ণুপদ সড়কের পাশে গুরুতর আহত হয়ে পড়ে যায়। ঘটনাটি দুই শিশু দেখতে পেয়ে দৌড়ে পুলিশ লাইনসের গেটে অন্য পুলিশ সদস্যদের জানায়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাকটি ধরতে অভিযান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!