চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ বিওপির দারস বাড়ি মাদ্রাসার পাশে এক নারীর বৃদ্ধার লাশের সন্ধান পায় বিজিবি। পরে শিবগঞ্জ থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার (৬ মার্চ) বিকাল ৩টায় মরদেহটি উদ্ধার করা হয়। একটি সুত্রে জানা যায়; বাংলাদেশ এম পি ১৮৫ এর অধীনে ৬/ এস সিমান্ত পিলারের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মাশান ঘাটের মৃত হাসেমের আম বাগানে এ লাশ উদ্ধার করা হয়।
বিজিবি সুত্রে জানা গেছে; বৃদ্ধার পরিচয় জানতে পারা যায়নি। ধারনা করা হচ্ছে; গতরাতে বৃদ্ধার মৃত্যু হয়। দীর্ঘদিন থেকে না খেতে পাওয়ায়; ক্ষুধার যন্ত্রণায় মৃত্যু হয়।
শিবগঞ্জ থানা পুলিশ জানায়; বৃদ্ধা মহিলাটি মানসিক প্রতিবন্ধী ছিলেন। দীর্ঘদিন না খেতে পেয়ে তার মৃত্যু হয়। বৃদ্ধার গায়ে কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।