নোয়াখালীতে মাদক মামলায় মেসি গ্রেপ্তার
মোঃরফিকুল ইসলাম মিঠু || নোয়াখালীর সেনবাগ থেকে পুলিশ এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ উপজেলার পূর্ব ছাতারপাইয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
আটককৃত ইয়ছিন ওরফে মেসি (৩৫) ছাতারপাইয়া ইউয়িনের ২নং ওয়ার্ডের পূর্ব ছাতারপাইয়া গ্রামের মৃত মো. আবদুল বারেকের ছেলে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জনান, গ্রেপ্তারকৃত মেসি দুটি মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আর দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ সেনবাগ থানায় মোট ৪টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি মেসিকে বৃহস্পতিবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।