নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
পাবনা থেকে বিআরটিসি বাসে ৬ কেজি গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে যাবার সময় ডলার নামে ১যুবককে আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।
আটককৃত আসামি, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কামাত এলাকার মোছা. তাহেরা বেগম ও মো. আলকাছ আলীর ছেলে মো. সবুজ ইসলাম ওরফে ডলার মাহমুদ (২৪)।
জানাগেছে, ৩ মার্চ বুধবার বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বিআরটিসি বাস কাউন্টারের সামনের সড়কে র্যাবের চেকপোষ্টে পাবনা থেকে আসা বাসের ভেতর ১টি রংয়ের বালতির মধ্য থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় ডলারকে হাতেনাতে আটক করে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
ডলার র্যাবের উপস্থিতি টের পেয়ে বাস থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টাও করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।
০৩/০৩/২০২১/কপোত নবী।