জারিফ হোসেন স্টাফ রিপোর্টার
মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৭ঃ০০ মিঃ প্রেসক্লাবে কেক কেটে এ আনন্দ উৎসব আয়োজন করা হয়। ২০১৯ সালে মডেল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।প্রতিষ্ঠাকালে এ প্রতিষ্ঠাকালে
সদস্য ছিলেন ১৫ জন।মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সভাপতি আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক জারিফ হোসেন।
স্বাস্থ্য বিধি মেনে আনন্দ উৎসবে প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন সহ- সভাপতি জমশেদ আলী, সাধারণ সম্পাদক জারিফ হোসেনের আলোচনায় প্রেসক্লাবের সার্বিক বিষয়াদি, গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ট তথ্য নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের জন্য আহ্বান ও সকল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল রবিউল, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামাল রাজা বাবু, তথ্য সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আলেক উদ্দীন দেওয়ান, সদস্য সাহিন,সিয়াম, ফারুক আহমেদ, রানা,নাসিরুল, হাবিবুল্লাহ সিপন।
এছাড়া প্রেসক্লাবে সাবেক সদস্য প্রয়াত সাংবাদিক এ্যাডঃ সৈয়দ শাহজামালের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।