রাজশাহীর চার আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ৩৭
রাজশাহী মহানগরীর চারটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ২০ জন নারীসহ (যৌনকর্মী) ৩৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় সূর্যমুখী, পদ্মা, সুরমা ও আত্রাই নামের চারটি হোটেলে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
নগর ডিবি পুলিশের সহকারী কমিশনার রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ড চলত। গোপন সংবাদের ভিত্তিতে হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় চার হোটেল থেকে ২০ জন যৌন কর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হোটেল চারটির ম্যানেজার, কর্মচারী, খদ্দেরসহ আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
তিনি আরও জানান, এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানায় মানবপাচার আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।