• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সমসপুর দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে কোষাগার শূন্য করার অভিযোগ শিক্ষকদের ! শিবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সেভ দ্য রোডের ১৫ দিনব্যাপী সচেতনতা ক্যাম্পেইন সমাপ্ত সর্বজনীন পেনশন স্কিম বুথ উদ্বোধন করলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসাক এ.কে.এম গালিভ খাঁন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নুরুল হক ফনি মাস্টার এর মৃত্যু। নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নুরুল হক ফনি মাস্টারের মৃত্যু। নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে ১০জনের মনোনায়নপত্র জমা। নাচোল উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৩.ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়ন পত্র জমা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিল্লাল হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন “ঢাকাস্থ নাচোল উপজেলা সমিতির নাচোলে ঈদ পুনর্মিলনী”

বদলগাছীতে কালবৈশাখীর আঘাতে ফসলের ব‍্যপক ক্ষতি, হতাশ কৃষক

Reporter Name / ৪৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

হারুনুর রশীদ হারুন প্রতিনিধি বদলগাছী (নওগাঁ):- বদলগাছীতে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাটিতে নুয়ে পড়েছে ধান,ভূট্রা ক্ষেত সহ ভেঙ্গে পড়েছে কলাগাছ,গাছপালা ও ঘরবাড়ি। ঝড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের এমন পরিস্থিতি দেখে হতাশ হয়ে পড়েছে কৃষক।

গতকাল বুধবার ভোর রাত সাড়ে ৩টায় হঠাৎ কাল বৈশাখীর ছোবলে লন্ডভন্ড হয়ে গেছে নওগাঁর বদলগাছীর সকল ইউপির গাছপালা, ঘরবাড়ি ও ফসলের ক্ষেত। ক্ষতিগ্রস্ত কৃষকরা চিন্তিত হয়ে পড়েছে মাছের ফসল নিয়ে। মাঠ জুড়ে রয়েছে বোরো ধান,ভূট্রা,কলা সহ অন্যান্য ফসলের সমারোহ। ভোর রাতে হওয়া ঝড়ে মাটির সাথে নুয়ে পড়েছে হাজার বিঘার জমির ধান।

সরেজমিনে বুধবার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় মাঠের ধান মাটিয়ে নুয়ে পড়েছে। কলাক্ষেত ভেঙ্গে ভেঙ্গে পড়ে আছে, কোথাও গাছপালা ভেঙ্গে পড়ে আছে, বসতবাড়ির টিনের ঘরে ঝড়ের আঘাতে উড়ে গেছে টিন। মাঠ ঘুড়ে এমন চিত্র দেখা যায়। ধানের ফলন কমবে বলে এলাকার কৃষক জানান। কলাগাছ ভেঙ্গে পড়েনি কৃষকের মাজা ভেঙ্গে পড়েছে বলে এলাকাবাসী মন্তব্য করেন।

বদলগাছী উপজেলার মথরাপুরের কলাচাষী জলিল বলেন বুধবারের ঝড়ে আমার দুই বিঘা কলা গাছ ভেঙ্গে পড়েছে। এতে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। ভেঙ্গে পড়া জমির কলাগাছ দেখে পরিবারের সবাই কান্নায় ভেঙ্গে পড়েছে।

বদলগাছীর চাকরাইল মাঠের কৃষক সাখাওয়াত বলেন হঠাৎ ঝড় ও বৃষ্টিতে আমার ৫বিঘার জমির ধান মাটিতে শুয়ে পড়েছে । আর দিন বিশেক পর ধান কাটা হবে। কিছু ধান পানির নীচে রয়েছে। শুয়ে পড়া ধান দাড় করানোর চেষ্টা করা হচ্ছে।

কৃষি অফিস জানায়, বুধবার ২০ শে এপ্রিল ভোরে বদলগাছী উপজেলার সকল ইউপিতে কালবৈশাখী ঝড়ে আঘাত হানে। এতে বদলগাছী উপজেলার প্রায় ৫২৮৯হেক্টর জমির ধান মাটিতে নুয়ে পড়ে, এ ছাড়া ভূট্টা, কলা সহ আরো ১০০হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। প্রায় কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে বৃষ্টি আমের জন‍্য উপকার করেছে বলেও জানান কৃষি অফিস। কৃষি অফিস আরো জানায়, এ বছর বোরো ধানের লক্ষমাত্রা ধরা হয়েছিল ১১৬০৫ হেক্টর।অর্জিত হয়েছে ১১৭৬৫হেক্টর যা লক্ষমাত্রার চেয়ে ১৬০হেক্টর বেশি। তবে ধান নুয়ে পড়ায় ফলন কিছুটা কম হবে।

এ ব‍্যপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী বলেন, গতকাল বুধবার ভোরে কাল বৈশাখীর ঝড়বৃষ্টিতে উপজেলাতে ধানের ব‍্যপক ক্ষতি হয়েছে। এতে ফলন কিছুটা কমবে। তবে পরবর্তীতে আর বৃষ্টি না হলে ফসলের ক্ষতি স্বাভাবিক থাকবে নয়তো বৃষ্টির পানিতে ধান নষ্টের সম্ভাবনা থাকবে। শত শত বিঘার কলাবাগানের গাছ ভেঙ্গে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!