• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর উপহার পেলেন বীরগঞ্জে গৃহহীন ১৫৫ পরিবার

Reporter Name / ২৭৭ Time View
Update : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

প্রধানমন্ত্রীর উপহার পেলেন বীরগঞ্জে গৃহহীন ১৫৫ পরিবার

 

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিতে গড়ে তোলা পাকা ঘরে এবার মাথা গোঁজাবার ঠিকানা হয়েছে ১৫৫ পরিবারের। এই ঘরে জীবনের গল্প পরির্বতনের পাশাপাশি ভাসমান জীবনের লজ্জা মোচনের সুযোগ হয়েছে সুবিধাভোগী পরিবারগুলোর।বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্যদিয়েই আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে উপজেলার এসব উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেওয়া হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জিনাত রেহানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল, থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ গোবিন বর্মন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশ আক্তার বৃষ্টি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ১১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ জানান, উপজেলায় ক শ্রেণির আরও ২১০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ২ শতক জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে পুনর্বাসন করা হবে। ইতিপূর্বে বীরগঞ্জ উপজেলায় ১ম ধাপে ৩৫০ ও ২য় ধাপে ৩৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!