• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

গোমস্তাপুরে বাল্য বিয়ে বন্ধ, দশ হাজার টাকা জরিমানা ।

Reporter Name / ২৬৮ Time View
Update : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রশাসনের হস্তক্ষেপ একটি বাল্য বিবাহ বন্ধ হয়েছে। রবিবার (২৭ নভেম্বর ) উপজেলার আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামে রেল লাইনের ধারে অভিযান চালিয়ে বাল্য বিবাহটি বন্ধ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, একটি স্কুলছাত্রীর বাল্য বিবাহের খবর পেয়ে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরসহ আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌছে বিয়েটি বন্ধ করা হয়।

 

আরও পড়ুনঃ- চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ আটক- ১

 

তিনি আরও বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারা এবং ৮ ধারা অনুযায়ী উভয় পক্ষকে ১০০০০/ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ছেলে ও মেয়ে উভয়ের কাছ থেকে পরবর্তীতে বাল্যবিবাহ কার্যক্রমে জড়িত হবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহ রোধে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!