• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

রাজশাহীতে ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ৩২ হাজার।

Reporter Name / ২০১ Time View
Update : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্কঃ

০৬ ডিসেম্বর ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে রাজশাহী বিভাগীয় কার্যালয় কর্তৃক রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
উক্ত তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে ৩৯ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৩২,০০০/-( বত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
বাজার তদারকিতে সহায়তা প্রদান করেন জেলা প্রশাসন রাজশাহী, জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন মেট্রোপলিটন পুলিশ রাজশাহীর একটি টিম।

অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম ও সহকারী পরিচালক জনাব মোঃ ফজলে এলাহী।

জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!