• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সাপাহারে ভ্রাম্যমাণ আদালতে ভূয়া ডাক্তারের জেল ও জরিমানা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাক চাপায় আম আড়ৎদার ইমরান নিহত বরিশালে রবিন বল্লব এর ব্যক্তিগত আক্রোশ এর স্বীকার একটি খৃষ্টান পরিবার। নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন মুরাদপুর গ্রামের বারেকের আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন নাচোলে বৈদ্যুতিক সার্কিটে আগুন লেগে একটি বাড়ি ভস্মিভূত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫টি উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন শিবগঞ্জে সংযোগ নিতে প্রতিবেশীর বাধা, বিদ্যুত বিচ্ছিন্ন ৬ টি পরিবার চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত গোপালগঞ্জে উত্তরণ ফাউন্ডেশনের বেদে জনগোষ্ঠীদের মাঝে বস্ত্র বিতরণ বাগমারা’য় তৃণমূল আ.লীগের এক যোগে ১৮ টি স্থানে সরকারের উন্নয়ন শোভাযাত্রা

৭-১৪ ই মে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় “মোখা”

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ৫ মে, ২০২৩

নিউজ ডেস্কঃ


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BWOT) এর দীর্ঘ মেয়াদী গবেষনা বলছে যে, আগামী ৭ থেকে ৮ মে এর ভিতরে বঙ্গোপসাগরে সিস্টেম সৃষ্টি হওয়ার পরিবেশ অনুকূল হতে যাচ্ছে যা উপযুক্ত পরিবেশ পেলে ১০ থেকে ১১ মে এর দিকে ঘূর্ণিঝড় “মখা/মোখা (Mokha)” তে পরিণত হতে পারে । ১৪ থেকে ১৫ তারিখ যে সব উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড় ঝুঁকির আওতায় রয়েছে।

১)সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ সম্ভাবনা ৭০% –

( বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ ) উল্লেখযোগ্য অঞ্চল গুলো হলো -সুন্দরবন, সাতক্ষীরা, বাগেরহাট ,খুলনা কুয়াকাটা , পটুয়াখালী, ,বরিশাল ,ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা হাতিয়া,লক্ষীপুর ,ফেনি থেকে চট্টগ্রাম । ভারতের মধ্য উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গ এর উল্লেখযোগ্য অঞ্চল গুলো হলো পুরি, ব্রাহ্মপুর ,পারাদ্বীপ,চান্ডিপুর,দীঘা ,কলকাতা, গঙ্গাসাগর।

২)ঝুঁকিপূর্ণ সম্ভাবনা ৩০%-

( ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ) উল্লেখযোগ্য অঞ্চল গুলো হলো বিশাখাপাত্নাম, শ্রীকাকুলাম ও চট্টগ্রাম থেকে কক্সবাজার ও মায়ানমারের আরাকান রাজ্য।

৩)মাঝারি ঝুঁকিপূর্ণ- মায়ানমারের আরাকান রাজ্য এবং ভারতের মধ্য আন্দ্রাপ্রদেশের কিছু অংশ ।

৪)কম ঝুঁকিপূর্ণ – মায়ানমারের পশ্চিম উপকূল এবং ভারতের দক্ষিন আন্দ্রাপ্রদেশে ।

জটিল প্রাকৃতিক ক্রিয়া-কলাপ ও দক্ষিণ চীন সাগরের সম্ভাব্য সিস্টেমের এর কারনে আবহাওয়ার পূর্বাভাস পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিঃদ্র: আপনারা দয়া করে এই আপডেট কে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে আতঙ্কিত হবেন না। এটা অতিসাধারণ বার্তা মাত্র।

নোট>বর্তমানে বৃষ্টি বলয় ‘” নীহারিকা ” চলছে আগামীতে বৃষ্টি বলয় (নীহারিকা-২ অথবা তুফান) আসতে যাচ্ছে।

সূত্র:- বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BWOT)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!