মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনফারেন্স রুমে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, মেডিকেল অফিসার ডাঃ নিলয় দাস, ডাঃ সৈয়দ সাব্বিরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম উপস্থিত ছিলেন। পরিশেষে ভিটামিন “এ” ক্যাপসুল ক্যাম্পেইন এর উপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এ সভার পরে জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) এর আয়োজনে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে মাল্টিসেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।