কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম গালিভ খাঁন নাচোল উপজেলা সফর করেছেন।
১০ জুলাই সোমবার সকালে প্রথমেই নাচোল থানা পরিদর্শন করেন। এ সময় নাচোল থানার ওসি মিন্টু রহমান জেলা প্রশাসক গালিভ খাঁনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং থানার বিভিন্ন বিষয় অবগত করেন।
এরপর গোপালপুর পাখিপল্লী ও ইকোপার্ক উদ্বোধন করেন এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক। এছাড়াও প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে অসুস্থ ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন চাঁপাইনবাবগঞ্জে যোগদানের পর থেকে বিভিন্ন উপজেলার সরকারি দপ্তর পরিদর্শন করে আসছেন।