• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
অধিকাংশই কোটিপতি, সম্পদ-অর্থ বেড়েছে রাজশাহীর মন্ত্রী-এমপিদের হলফনামা থেকে সাকিবের সম্পদ সম্পর্কে যা জানা গেল ওসিদের বদলির সময়সীমা বাড়লো নাচোলে বিনা মূল্যে কৃষকদের মাঝে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। “হল অফ ফ্রেম ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড” পেলেন চাঁপানবাবগঞ্জের মেয়ে রোকেয়া খাতুন “হল অফ ফ্রেম ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড” চাঁপানবাবগঞ্জের মেয়ে রোকেয়া খাতুন এলপিজি গ্যাসের দাম বাড়ল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল চাঁপাইনবাবগঞ্জের ২ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

স্বাধীনতা বিরোধীরা বীর মুক্তিযোদ্ধাকে রহিঙ্গা উপাধি ও তার জায়গা দখল করার অভিযোগ।

Reporter Name / ১৫৬ Time View
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

 

পলাশ সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:


গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কাঠি ইউনিয়নে কাঠি বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম শেখের জায়গায় একই এলাকার দবির শেখের স্ত্রী তাসিরন ও তার মেয়ে মুক্তা জোর করে ঘর নির্মান করার সময় মুক্তিযোদ্ধা বাঁধা দিলে মা মেয়ে দুজনেই মুক্তি যোদ্ধার উপর হামলা করে। এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে রহীঙ্গা বলে, গালাগাল করে যায়গা থেকে তাড়িয়ে দেয়।

খবর পেয়ে সরেজমিনে গেলে জানা যায়, গত ১৪ই জুলাই বুধবার সকাল ১১টার সময় বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম তার জায়গায় গেলে দেখতে পায় বিদেশ প্রবাসী দবির শেখের স্ত্রী ও তার মেয়ে মুক্তা তার জায়গায় ঘর তুলছে। তিনি বাঁধা দিলে তাকে মারতে আসে এক পর্যায়ে দবিরের স্ত্রী তাকে রহিঙ্গা বলে গালাগাল করে তাড়িয়ে দেয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দবীর শেখ দীর্ঘ্য দিন যাবত বিদেশে থাকে, টাকার জোরে এলাকার বেশিরভাগ অপকর্ম করে বেড়াচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আশে পাশের যায়গা দখল, থেকে শুরু করে নিরিহ মানুষের নামে মামলা দিয়ে নাজেহাল করা সহ নানা রকম অপরাধ মূলক কাজ করে থাকে এলাকাবাসী এই মা ও মেয়েকে ভুমি দস্যূ হিসাবে আখ্যায়ীত করেছে বলে জানা যায়।

এ ব্যপারে ভুক্তভোগী হেমায়েত শেখের ছেলে রাসেল শেখ গনমাধ্যম কর্মীদের জানান, তাসিরন নামের এই মহিলা অত্যন্ত খারাপ সে আমাদের জায়গা দখল করে গাছগাছালি লাগিয়েছে, আমরা বাঁধা দিলে আমাদেরকে তাদের আত্মীয় স্বজন দিয়ে নাজেহাল করছে।এই ভদ্রমহিলা টাকা দিয়ে সন্ত্রাসীদের ভাড়া করে আমাদের প্রতিনিয়ত ভয় ভীতি প্রদর্শন করছে। গত বুধবার সকালে বীর মুক্তিযোদ্ধার যায়গায় ওরা ঘর নির্মান করছিল। তিনি বাঁধা দিলে তাকে জনসম্মূক্ষ্যে মারতে আসে এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাকে বলে তুই কিসের মুক্তিযোদ্ধা তুইতো রোহিঙ্গ পারলে আমার ঘর তোলা ঠেকা তাই বলে তাড়িয়ে দেয়। রাসেল শেখ আরো বলেন, আমরা বার বার এই মহিলাদের কাজকর্মে ভূগছি। আজ সে একজন মুক্তিযোদ্ধাকে রোহিঙ্গা বলেছে মহিলা মানুষ বলে আমরা কিছুই বলতে পারিনা। আমরা এর বিচার চাই।

একই এলাকার ভুক্তভোগী মোহাম্মাদ আলী বলেন, তাসিরন এর স্বামী ৩০বছর যাবৎ বিদেশে থাকে ওর মেয়ে জামাইও বিদেশে থাকে। ওরা বিদেশ থেকে টাকা পাঠায় আর এরা এই টাকা দিয়ে নানা রকম অপকর্ম করে বেড়ায়। তারা মাঝিগাতি এলাকার ও কাজুলিয়া গ্রাম থেকে লোকজন এনে আমাদের উপর অত্যাচার করে। ওদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। আমরা তাসিরন ও তার মেয়ের হাত থেকে বাঁচতে চাই।এদের বিচার করা হোক।

এ ব্যপারে বীর মুক্তিযোদ্ধা শেখ আকরামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বাংলাদেশ সেনা বাহিনীতে চকরি করেছি, দেশের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য যুদ্ধ করেছি বাংলাদেশ স্বাধীন করার জন্য। আজ এতো বছর পর স্বাধীনতা বিরোধী চক্র দলবদ্ধ হয়েছে এবং আমাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে। ওরা আজ আমাকে বলে রহিঙ্গা। আমার সামান্য একটু জমি তাও ওরা দখল করতে চায়। আমি বাঁধা দিলে ওরা আমাকে মারতে আসে।আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নালিস জানাই সেই সাথে এই সকল দূস্কৃতি কারীদের বিচারের দাবী জানাই।

এলাকাবাসী সূত্রে আরাো জানা যায় তাসিরন এর নামে একাধিক মামলা রয়েছে তার মধ্যে উল্ল্যেক্ষ গোপালগঞ্জ জি আর-১৩৭/২১ ও জি,আ-১৭৩/২১(২৩,২৪,২৬) ধারা মামলা এখনও চলমান। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাকে অপমান, মারতে আসা ও রহিঙ্গা বলার কারনে তাসিরনের বিরুদ্ধে গোপালগঞ্জ আদালতে একটি মামলার প্রস্ততি চলছে বলে শেখ আকরাম জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!