নিউজ ডেস্কঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি খাস খতিয়ানভুক্ত পুকুর জোরপূর্বক দখলের প্রতিবাদে ও পুকুর জালিয়াত চক্রের বিরুদ্ধে মানববন্ধন করেছেন কয়েকশ আদিবাসী নারী-পুরুষ ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা।সোমবার দুপুরে নাচোল বাস স্ট্যান্ড মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার খাস খতিয়ানভুক্ত পুকুরগুলো বিভিন্ন সমবায় সমিতির অধীনে আদিবাসী জনগোষ্ঠী ও আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর পাওয়া সুবিধাভোগীদের মাঝে ইজারা দেওয়া হয়। কিন্তু এমন শতাধিক পুকুর জোরপূর্বক দখলে নেয় নাচোল পৌরসভার কাউন্সিলর আকবর আলী, মোখলেসুর রহমান মুনির, গোমস্তাপুর উপজেলা সমবায় কর্মরত মোস্তাফিজুর রহমান মিঠু। এমনকি পুকুর দখলে বাধা দিতে গেলে হামলা ও মিথ্যা মামলার শিকার হন ইজারাকৃত সমিতির সদস্যরা। এসময় জালিয়াত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্যে দেন- ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আশিয়া বেগম, মাতোয়ারা বেগম, অমিত হাসান, ফারুক আহমেদ বাবু, সাব্বির আহমেদ, আব্দুল জাব্বারসহ অনেকে।