কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ অফিসে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার ৬৬ তম জন্মদিন। বুধবার সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগ ও সহযোগী সাংগঠনের নেতা কর্মীরা শেখ রেহানার ৬৬ তম জন্মদিনের আয়োজন করেন।
কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ কামাল হোসেন শেখ এর উপস্থিতিতে নেতাকর্মীরা জন্মদিনের অনুষ্ঠান শেষ করেন।
উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি ফজরুল করিম দিপু, যুবলীগ সাধারণ সম্পাদক বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবলু হাজরা, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দারিয়া, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ সভাপতি সাজ্জাদ সুমন, কলেজ ছাত্রলীগের, রাজীব, লালন প্রমুখ।