আজ বিকাল ৪ ঘটিকার সময় নাচোল উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নব্য গঠিত আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দরা।আজ বেলা ২ ঘটিকার সময় নাচোল থানা গেটে অবস্থিত "আবাস" এর অফিসে নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা, ও বঙ্গবন্ধুর আত্বার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
গতকাল রাত ৮ টার সময় ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।উক্ত আহ্বায়ক কমিটি তে মোঃ গোলাম বারেকী বারেক কে আহ্বায়ক ও মোঃ মামুনুর রশিদ মামুন কে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন করে চাঁপাই নবাবগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা।
এ ব্যাপারে কমিটির সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা বঙ্গবন্ধুর আর্দশ কে লালন করে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে চেষ্টা করব,পাশাপাশি নাচোলের অবহেলিত বিভিন্ন পেশার শ্রমিকদের দাবী-দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা পালন করব।