অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার নাচোল ডায়াবেটিক সমিতির উদ্যোগে একটি শোভাযাত্রা ডায়াবেটিস সামনে থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। বিশেষ অতিথির ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল হাসপাতালের ইউ এইচ ও ডা: কামাল হোসেন, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ডায়াবেটিস সমিতি’র চিকিৎসক আব্দুর রব সিদ্দিকী। এছাড়া আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, অব: প্রধান শিক্ষক খাইরুল ইসলাম,রাজবাড়ী কলেজের প্রভাষক হুমায়ন কবীর আজমসহ শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ।