
মোজাম্মেল হক, দিনাজপুর বীরগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেলে কাহারোল টিএনটি অফিস সংলগ্ন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আলী। এছাড়া কাহারোল উপজেলা মহিলা দলের সভাপতি শামীমা পারভীন রনিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও তারেক রহমানের দিকনির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি সর্বদা জনগণের পাশে থাকবে।
সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো কমিউনিটি সেন্টার প্রকম্পিত হয়ে ওঠে দলীয় স্লোগানে।