• শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি স্কুলে অনুষ্ঠিত হলো আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতা – ২০২৪ নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত মহেশপুরে ড্রাগন চাষী মিলনের ২৬শ’ ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা কোটালীপাড়া জোর পূর্বক ৭০ বিঘা ঘের তৈরি নাচোলে বিশ্ব “মা” দিবস উদযাপন নাচোলে নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে সংবর্ধনা নাচোলে বজ্রপাতে এক যুবকের মৃত্যু গোমস্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে  আশরাফ আলী আলিম নির্বাচিত নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল কাদের ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা ইয়াসমিন বেসরকারিভাবে নির্বাচিত। বুধবার নাচোল উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান পদে ২জন,ভাইস চেয়ারম্যান পদে-৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চাঁপাইনবাবগঞ্জে আরও ২ জনের মৃত্যু, সূস্থ হয়েছেন ২ হাজার ৮৮৩ জন রোগী

Reporter Name / ৫২৩ Time View
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে আরও ২ জনের মৃত্যু, সূস্থ হয়েছেন ২ হাজার ৮৮৩ জন রোগী

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : গত ২৪ ঘন্টায় ২৮ তারিখ বিকেল ৫ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ২ জনেই রোববার রাতে ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে মারা যায়।

একই দিন চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ৪৩ জনের শরীরে করোনা ভাইরাসে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ৭৭ টি নমুনা পরীায় ১৪ জনের দেহে শনাক্ত হয়। আর স্থানীয় ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৪০২ জনের নমুনা পরীক্ষায় ২৯ জন শনাক্ত হয়।

নতুন শনাক্ত ৪৩ জন নিয়ে জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৮জন শনাক্ত হলেন। জেলায় সূস্থ হয়েছেন ২ হাজার ৮৮৩ জন। জেলায় বর্তমান রোগী ১হাজার ২১ জন।

মারা যাওয়া ২ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক আহনাফ শাহরিয়ার জানান, রাতে হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ২ জন রোগী মারা যান। মারা যাওয়া ২জনের মধ্যে ১ জন করোনা পজেটিভ ছিলো।

এদিকে জেলায় চলছে কঠোর বিধিনিষেধ। সোমবার শহরের দোকান পাট, যাববাহন বন্ধ। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসন সকলকে বিধিনিষেধ মেনে চলতে আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!