• সোমবার, ১৩ মে ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কোটালীপাড়া জোর পূর্বক ৭০ বিঘা ঘের তৈরি নাচোলে বিশ্ব “মা” দিবস উদযাপন নাচোলে নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে সংবর্ধনা নাচোলে বজ্রপাতে এক যুবকের মৃত্যু গোমস্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে  আশরাফ আলী আলিম নির্বাচিত নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল কাদের ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা ইয়াসমিন বেসরকারিভাবে নির্বাচিত। বুধবার নাচোল উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান পদে ২জন,ভাইস চেয়ারম্যান পদে-৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বুধবার নাচোল উপজেলা পরিষদের নির্বাচন, চেয়ারম্যান পদে-২জন,ভাইস চেয়ারম্যান পদে-৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোটালীপাড়া বজ্রপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন এমপি আবুল কালাম আজাদ

Reporter Name / ৫৩৬ Time View
Update : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

 

বাগমারা প্রতিনিধি


 

রাজশাহী-৪ বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ শপথ গ্রহনের পর রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় বাগমারারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সোয়া দশটায় সংসদ ভবনের শপথ কক্ষে আ’লীগের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান একাদ্বশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন এমপিরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন।

বাগমারা থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতে সক্রিয় ছিলেন। তিনি এর আগে তাহেরপুর পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র ছিলেন। তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদকও তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক পেয়ে ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার বিকেলে শপথ গ্রহনের উদ্দেশ্যে তিনি তাহেরপুর থেকে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে ঢাকায় যান। শপথ গ্রহনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. পিএম শফিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন মৃধা,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, যোগীপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, ঝিকরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,আউচপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!