• সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা ও সহযোগিতা কামনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি স্কুলে অনুষ্ঠিত হলো আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতা – ২০২৪ নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত মহেশপুরে ড্রাগন চাষী মিলনের ২৬শ’ ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা কোটালীপাড়া জোর পূর্বক ৭০ বিঘা ঘের তৈরি নাচোলে বিশ্ব “মা” দিবস উদযাপন নাচোলে নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে সংবর্ধনা নাচোলে বজ্রপাতে এক যুবকের মৃত্যু গোমস্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে  আশরাফ আলী আলিম নির্বাচিত নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল কাদের ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা ইয়াসমিন বেসরকারিভাবে নির্বাচিত।

ঝিনাইদহের মহেশপুরে অসহায় মানুষের পাশে মানবিক পুলিশ এস.আই সাগর।

Reporter Name / ৪৬৩ Time View
Update : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

ঝিনাইদহের মহেশপুরে অসহায় মানুষের পাশে মানবিক পুলিশ এস.আই সাগর।

 

মহেশপুর (ঝিনাইদহ )সংবাদদাতাঃ-

বর্তমানের প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের কিছু ব্যাক্তি তাদের আদর্শ ও মানবিকতার উপরে অটল থেকে অসহায় মানুষের পাশে দাড়িয়ে প্রতিনিয়ত জনগনকে আশ্বস্ত করে যাচ্ছেন ঝিনাইদহের মহেশপুর থানাধীন দত্তনগর ফাঁড়ি পুলিশের দায়িত্ব্যরত ইনচার্জ এস’আই সাগর শিকদার।
তিনি বিগত ডিসেম্বর ২০২১ইং সালে দত্তনগর পুলিশ ক্যাম্পে ইনচার্জ হিসাবে যোগদান করেন। এক্যাম্পে যোগদানের পর থেকে তিনি প্রতিনিয়ত কোন না কোন মানবিক কাজ করেই যাচ্ছেন। তিনি মূলত সমাজে ছিন্নমূল হতদরিদ্র, শারীরিক প্রতিবন্ধী, অসহায় মানুষ দেখলেই তাদেরকে নগদ অর্থ, শীতবস্ত্র, ঔষধ, খাবার সামগ্রীসহ বিভিন্নভাবে সমাজের অস্বচ্ছল অসহায় মানুষদের সহযোগীতা করে যাচ্ছেন।
দত্তনগর এলাকায় তার উল্লেখযোগ্য মানবিক কাজ গুলোর মধ্যে স্বরূপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা বাজারে ৬৫+ বয়সের এক ভ্যান চালক চলতি অবস্থায় রাস্তার পাশ থেকে আসা কুকুর ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। পরে ঐ ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক বন্ধ থাকা দোকানের সার্টারে ধাক্কা লাগে। পরবর্তীতে ঐ দোকানী ভ্যান চালককে আবোল তাবোল ভাষা বলে ভ্যানটি আটকে রেখে বলে ক্ষতি পূরণ দিলে ভ্যান ছেড়ে দিবো। ঐ মুহুর্তে দত্তনগর পুলিশ ক্যাম্পের আইসি সাগর শিকদার ঘটনাস্থলে পৌঁছে অনেক লোকজন দেখে সম্পূর্ণ ঘটনা সবার কাছে জানার চেষ্টা করে। পরে তিনি নিজের পকেট থেকে ঐ মুরুব্বি ভ্যান চালককে চিকিৎসা, গাড়ি মেরামত ও দোকানীকে সার্টার মেরামত বাবদ নগদ অর্থ প্রদান করে এবং ঘটনাটি তৎক্ষনাৎ মিমাংসা করে দেন। এঘটনার মিমাংসা দেখে কুশাডাঙ্গা বাজারের তাইজুল হোসেন সহ অনেকে জানান, জীবনে এই প্রথম দেখলাম দত্তনগর পুলিশ ক্যাম্পের কোন দারোগা নিজের পকেটের টাকা দিয়ে অসহায় মুরুব্বি ভ্যান চালকে চিকিৎসার খরচ, ভ্যান মেরামত ও ক্ষতি হওয়া দোকানের জরিমানা দিয়ে অল্প সময়ের মধ্যে ঘটনাটি সমাধান করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!