• সোমবার, ২০ মে ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা ও সহযোগিতা কামনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি স্কুলে অনুষ্ঠিত হলো আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতা – ২০২৪ নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত মহেশপুরে ড্রাগন চাষী মিলনের ২৬শ’ ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা কোটালীপাড়া জোর পূর্বক ৭০ বিঘা ঘের তৈরি নাচোলে বিশ্ব “মা” দিবস উদযাপন নাচোলে নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে সংবর্ধনা নাচোলে বজ্রপাতে এক যুবকের মৃত্যু গোমস্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে  আশরাফ আলী আলিম নির্বাচিত নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল কাদের ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা ইয়াসমিন বেসরকারিভাবে নির্বাচিত।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লায়ন্স ক্লাবের সদস্যদের ভূমিকা রাখতে হবে-স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপি

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

 

রংপুর সংবাদদাতা:


 

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বের নিকট বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি এই ডিজিটাল বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে কল্যাণকামী, উন্নত-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নিরলস কাজ করে চলেছেন। স্পীকার বলেন, স্মার্ট সিটিজেন হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লায়ন্স ক্লাবের সদস্যদের ভূমিকা রাখতে হবে।

তিনি আজ রাজধানী ঢাকার রেডিসন ব্লু হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত ‘২৮তম বার্ষিক ডিসট্রিক্ট কনভেনশন-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি ‘২৮তম বার্ষিক ডিসট্রিক্ট কনভেনশন-২০২৩’ এর শুভ উদ্বোধন এবং কনভেনশন উপলক্ষে প্রকাশিত স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন।

লায়ন্স ইন্টারন্যাশনালের ২০২২-২৩ বর্ষের ডিসট্রিক্ট গভর্নর মো: আব্দুল ওয়াহাব পিএমজেএফ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কাজী আকরাম উদ্দিন আহমেদ পিএমজেএফ, শেখ কবির হোসেন পিএমজেএফ, মোসলেম আলী খান এমজেএফ বক্তব্য রাখেন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে গ্যাট এরিয়া লিডার নাজমুল হক পিএমজেএফ, ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ এমজেএফ, এ কে এম রেজাউল হক এমজেএফ এবং এম এ হাসান পিএমজেএফ বক্তব্য প্রদান করেন। আয়োজিত কনভেনশনের চেয়ারপারসন হিসেবে সৈয়দ শাহ নাজমুল হক স্বাগত বক্তব্য দেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, এসডিজির সফল বাস্তবায়নে সকলের জন্য সুযোগের সমতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিকল্প নেই। তিনি বলেন, নারী অধিকার, নারী কর্মসংস্থান এবং নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় এদেশের প্রশংসনীয় অগ্রগতি হয়েছে। তাই এই ক্লাবে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, করোনা অতিমারীতে আর্তমানবতার সেবায় এই ক্লাব যেভাবে আত্মনিয়োগ করেছে, তা প্রশংসনীয়। এসময় তিনি এই ক্লাবের মাধ্যমে দরিদ্রদের বিভিন্ন অনুদান প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামুল্যে চক্ষুসেবা দান ইত্যাদি কাজগুলো ভবিষ্যতে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

ডিসট্রিক্ট ৩১৬ এ২ আয়োজিত এ অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন ডিসট্রিক্টের বর্তমান ও সাবেক গভর্ণরবৃন্দ, কনভেনশন কমিটির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!