• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত মহেশপুরে ড্রাগন চাষী মিলনের ২৬শ’ ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা কোটালীপাড়া জোর পূর্বক ৭০ বিঘা ঘের তৈরি নাচোলে বিশ্ব “মা” দিবস উদযাপন নাচোলে নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে সংবর্ধনা নাচোলে বজ্রপাতে এক যুবকের মৃত্যু গোমস্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে  আশরাফ আলী আলিম নির্বাচিত নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল কাদের ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা ইয়াসমিন বেসরকারিভাবে নির্বাচিত। বুধবার নাচোল উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান পদে ২জন,ভাইস চেয়ারম্যান পদে-৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বুধবার নাচোল উপজেলা পরিষদের নির্বাচন, চেয়ারম্যান পদে-২জন,ভাইস চেয়ারম্যান পদে-৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নওগাঁ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নজমুল হক সনি পূনরায় নির্বাচিত

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

নওগাঁ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নজমুল হক সনি পূনরায় নির্বাচি

 

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন নজমুল হক সনি।

 

পরপর তিনবার নির্বাচিত হয়ে তিনি হ্যাট্রিক করেন নওগাঁ জেলা বিএনপির এ সাবেক সভাপতি।

 

তিনি ধানের শীষ প্রতিক নিয়ে ২৯ হাজার ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নৌকা প্রতিকের প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা পেয়েছেন ২৪ হাজার ৯৪৪ ভোট।

 

শনিবার রাত ৯টার দিকে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নি অফিসার মাহমুদ হাসান।

 

জানাগেছে, ১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। ১৯৮৭ সালে মূল শহরের সঙ্গে আরও শতাধিক মহল্লাকে অন্তর্ভুক্ত করা হয়।

 

২০১০ সালে নজমুল হক সনি প্রথম মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৫ দ্বিতীয় এবং ২০২১ সালে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন।

 

পৌরসভায় ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ২৪০ জন।

 

মোট ৪১টি ভোট কেন্দ্রে ৩৩২টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে ৪১ জন প্রিজাইডিং অফিসার, ৩৩২ জন সহকারী প্রিজাইডং অফিসার এবং ৬৬৪ জন পোলিং এজেন্ট।

 

মেয়র নজমুল হক সনি বলেন, জনগণের ভোটে পর পর তিনবারের মতো নির্বাচিত হতে পেরেছি।

 

পৌরবাসীর দোয়া ও সমর্থনের কারণে এ অসম্ভব সম্ভব হয়েছে।

 

পৌরবাসীকে দেয়া প্রতিশ্রুতির অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো।

 

নজমুল হক সনি ১৯৬২ সালে নওগাঁ সদর উপজেলার জুকাবিলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাবা আছির উদ্দিন আহমেদ এবং মা জাহেরা খাতুনের দ্বিতীয় সন্তান।

 

১৯৭৭ সালে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৭৯ সালে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

 

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে সম্মান ও স্নাতক শেষ করে। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!