• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত মহেশপুরে ড্রাগন চাষী মিলনের ২৬শ’ ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা কোটালীপাড়া জোর পূর্বক ৭০ বিঘা ঘের তৈরি নাচোলে বিশ্ব “মা” দিবস উদযাপন নাচোলে নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে সংবর্ধনা নাচোলে বজ্রপাতে এক যুবকের মৃত্যু গোমস্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে  আশরাফ আলী আলিম নির্বাচিত নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল কাদের ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা ইয়াসমিন বেসরকারিভাবে নির্বাচিত। বুধবার নাচোল উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান পদে ২জন,ভাইস চেয়ারম্যান পদে-৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বুধবার নাচোল উপজেলা পরিষদের নির্বাচন, চেয়ারম্যান পদে-২জন,ভাইস চেয়ারম্যান পদে-৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভার্মি কম্পোষ্ট সার উৎপাদনে স্বাবলম্বী চাঁপাইনবাবগঞ্জের আযম

Reporter Name / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

মোঃ সেতাউর রহমান, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে জেলার শিবগঞ্জ উপজেলার কর্নখালি গ্রামের আলহাজ খাইরুল
বাসারের ছেলে গোলাম আযম “ আওয়াল সিডি ভার্মি কম্পোষ্ট সার” নামে ভার্মি
কম্পোষ্ট সার তৈরী করে আসছেন বিগত ২০১৩ সাল থেকে। এ পর্যন্ত কেঁচো
ভার্মি কম্পোষ্ট সার তৈরী করে স্বাবলম্বী হয়েছেন তিনি। বিভিন্ন ব্যবসা
বানিজ্য করতে গিয়ে বড় ধরণের ক্ষতিগ্রস্থ হয়ে মানুষের কাছে ঋণগ্রস্থ হয়ে
পড়েন। ভার্মি কম্পোষ্ট সার তৈরী করে ঋণমুক্ত হয়ে এখন জীবনে আশার আলো
দেখছেন বলে তিনি জানান, আমি পত্রিকার মাধ্যমে কেঁচো সারের গুনাগুন এবং
চাহিদা সবকিছু জানার পর ভার্মি কম্পোষ্ট সার তৈরী করা শুরু করি। বর্তমানে
সব ব্যবসা ছেড়ে ভার্মি কম্পোষ্ট সার তৈরীর খামার নিয়ে ব্যস্ত সময় পার হয়।
এই শিল্পে আমি এতে সফলতার সফলতা অর্জন করেছি।
ভার্মি কম্পোষ্ট সার তৈরী করার ফলে একদিকে সুসম জৈব সার পাওযা যাচ্ছে।
অপরদিকে বায়ো গ্যাসের মাধ্যমে পরিবারের রান্না বান্নার কাজ সারা বছর বিনা
খরচে করা হয়। রান্নার জন্য আলাদাভাবে কোন জ্বালানী খড়ি কিনতে হয়না গোলাম
আযমকে।
ভার্মি কম্পোষ্ট সার একটি সুসম জৈব সার। এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া
থাকেনা। জমিতে উপর্যুপরি রাসায়নিক সার ব্যবহার করার ফলে জমির শক্তি
ক্রমান্নযে কমে আসে। রাসায়নিক সার ব্যবহার করার ফলে জৈব সারের ব্যবহার
অনেকাংশে কমে গেছে। ভার্মি কম্পোষ্ট সার জমিতে ব্যবহার করার ফলে জমি তার
উর্বরতা শক্তি ফিরে পাচ্ছে। ফলে আগের তুলনায় ফলন বেড়ে গেছে অনেকগুন বেশি।
তাছাড়া ছাদ কৃষিতে ভার্মি কম্পোষ্ট সারের চাহিদা শতভাগ বেড়েছে। চাহিদা
বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর, রহনপুরসহ বরেন্দ্র
এলাকায় বিভিন্ন জাতের ফলের বাগানে।
গোলাম আযমের কেঁচো ভার্মি কম্পোষ্ট তৈরী করা দেখে প্রায ২০ জন উদ্যোক্তা
ভার্মি কম্পোষ্ট সার তৈরী করা শুরু করেছেন। মোঃ দুরুল, জীবন শেখ, খাইরুল
ইসলাম, রয়েলসহ আরো কয়েকজন উদ্যোক্তা জানান, আমরা গোলাম আযমের খামারে
তৈরী ভার্মি কম্পোষ্ট সার দেখে উদ্বুদ্ধ হয়ে আমারও ভার্মি সার তৈরী করা
শুরু করেছি। এতে আমরা অনেক লাভবান হয়েছি। তাছাড়া রাসায়নিক সার ব্যবহার
করার ফলে জমি তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলেছিলো। ভার্মি কম্পোষ্ট সার
দিয়ে চাষ করে জমির উর্বরতা শক্তি ফিরে এসেছে। আগের তুলনায় জমিতে ফলন ভাল
হচ্ছে।

এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মো. নজরুল
ইসলাম জানান, ভার্মি কম্পোষ্ট সার পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত একটি
শক্তিগুন সম্পন্ন জৈব সার। জমির কোন ক্ষতি করেনা। এই সার ব্যবহারের ফলে
রাসায়নিক সারের ব্যবহার অনেকাংশে কমে গেছে। আমরা ভার্মি কম্পোষ্ট সার
তৈরীতে সার্বিকভাবে সহযোগিতা করে আসছি তা ভবিষ্যতে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!