• রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি স্কুলে অনুষ্ঠিত হলো আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতা – ২০২৪ নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত মহেশপুরে ড্রাগন চাষী মিলনের ২৬শ’ ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা কোটালীপাড়া জোর পূর্বক ৭০ বিঘা ঘের তৈরি নাচোলে বিশ্ব “মা” দিবস উদযাপন নাচোলে নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে সংবর্ধনা নাচোলে বজ্রপাতে এক যুবকের মৃত্যু গোমস্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে  আশরাফ আলী আলিম নির্বাচিত নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল কাদের ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা ইয়াসমিন বেসরকারিভাবে নির্বাচিত। বুধবার নাচোল উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান পদে ২জন,ভাইস চেয়ারম্যান পদে-৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয় গেট বন্ধ করে মার্কেট নির্মাণ বন্ধ হলো জেলা প্রশাসনের হস্তক্ষেপে

Reporter Name / ১৭০ Time View
Update : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে স্থাপনা নির্মাণ করছিলেন ইউপি চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম। কাজের প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছিলো। বাধা দেয় বিদ্যালয় পরিচালনা কমিটি ও গ্রামবাসী। অভিযোগ করা হয়, সদর মডেল থানায়, তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশনা দেন। বিদ্যালয় মাঠে মানববন্ধন করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এতোকিছুর পরেও স্কুল গেট বন্ধ করে তার সামনে দোকানঘর নির্মান কাজ চলমান রেখেছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম। পরে বাধ্য হয়েই তারা জেলা প্রশাসক বরাবর কাজ বন্ধ রাখার। জেলা প্রশাসকের হস্তক্ষেপে বন্ধ হয় স্কুল গেট বন্ধ করে স্থাপনা নির্মাণ কাজের। এতে আনন্দিত চকঝগড়ু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। বিদ্যালয় ব্যবস্থাপনা একজন সদস্য বলেন, স্কুলের সভাপতি নির্বাচিত হতে না পেরে রাগে, ক্ষোভে স্কুলের গেট বন্ধ করে তিনি এসব গর্হিত কাজ করছিলেন। অনেক বার মানা করতে গেলেও শুনেননি। উল্টো আমাদেরকেই নানাভাবে মামলা হামলার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। আমরা অসহায় হয়ে পুলিশ প্রশাসনের কাছে গিয়েও কোন সুরাহা পায়নি। অবশেষে কাজটি হয়েছে, এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা খুবই খুশি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক এলাকাবাসী স্কুলের গেট টি পূর্বের মতো পুরোপুরি উমুক্ত চাই। একজন শিক্ষক জানান, সভাপতি হতে না পেরে এমন অত্যাচার করছে। চেয়ারম্যানের এসব অত্যাচারে অতিষ্ঠ শিক্ষকবৃন্দ। তার নিজের ক্ষমতার দাপটে এসব করছে। অথচ চেয়ারম্যান নিজেই সভাপতি থাকাকালীন সময়ে এই বিশাল গেটটি সরকারি অর্থায়নে নির্মাণ করে দিয়েছেন। এবিষয়ে মুঠোফোনে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বলেন, আমার নিজের জমিতে গেইট, তাই বন্ধ করে অন্য দিকে নতুন গেইট করে দিয়েছি। কাজ বন্ধ রাখার বিষয়ে তিনি আরো জানান, নিজের ইচ্ছেতেই কাজ বন্ধ রেখেছি। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!