• রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি স্কুলে অনুষ্ঠিত হলো আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতা – ২০২৪ নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত মহেশপুরে ড্রাগন চাষী মিলনের ২৬শ’ ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা কোটালীপাড়া জোর পূর্বক ৭০ বিঘা ঘের তৈরি নাচোলে বিশ্ব “মা” দিবস উদযাপন নাচোলে নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে সংবর্ধনা নাচোলে বজ্রপাতে এক যুবকের মৃত্যু গোমস্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে  আশরাফ আলী আলিম নির্বাচিত নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল কাদের ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা ইয়াসমিন বেসরকারিভাবে নির্বাচিত। বুধবার নাচোল উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান পদে ২জন,ভাইস চেয়ারম্যান পদে-৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কলারোয়ায় ১৯মামলার আসামী চামড়া মনির আটক, ইয়াবা উদ্ধার

Reporter Name / ৪৯২ Time View
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় ১৯মামলার আসামী মনিরুজ্জামান মনি ওরফে চামরা মনির ওরফে আতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তি ইয়বাসহ আটক হয়েছে। সে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত.মোজাম্মেল গাজীর ছেলে। থানা পুলিশ বৃহস্পতিবার ভোররাতে বোয়ালিয়া গ্রামের সাবানার মোড় নামক স্থান থেকে আটক করে। তার নামে ১৯টি মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিলো। চামড়া মুনির আটক এর সময় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে উপজেলার বোয়ালিয়া গ্রামের সাবানার মোড় নামক স্থান থেকে মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান মনি @ চামড়া মনির @ আতিয়ার রহমান কে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। তার বিরুদ্ধে কলারোয়া থানায় ১৯টি মাদক ও অস্ত্র মামলা রয়েছে। সে একাধিক মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামি। তাহার বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক ও অস্ত্র মামলা (১৩৩), কলারোয়া থানার এফ আই আর নং-১০/৩৩৭, তারিখ- ০৯ডিসে, ২০১৯, জি আর নং-৩৩৭/১৯, তারিখ- ০৯ ডিসে, ২০১৯,সময়- ১১.১৫ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১০(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। কলারোয়া থানার এফ আই আর নং-২/৩৬৪, তারিখ- ০৩ ডিসে, ২০১৮; জি আর নং-৩৬৪/১৮, তারিখ- ০৩ ডিসে, ২০১৮, সময়- ১০.৪৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৩(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ৩। কলারোয়া থানার এফ আই আর নং-১/৩৬৩, তারিখ- ০১ ডিসে, ২০১৮, জি আর নং-৩৬৩/১৮, কলারোয়া থানার এফ আই আর নং-৫/৩৪৬, তারিখ- ০৪ নভে, ২০১৮, জি আর নং-৩৪৬/১৮, তারিখ- ০৪ নভে, ২০১৮, সময়- ০৫.৩০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৩(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৫।কলারোয়া থানার এফ আই আর নং-১২/২৯৬, তারিখ- ১১ সেপ্টে, ২০১৮, জি আর নং-২৯৬/১৮, তারিখ- ১১ সেপ্টে, ২০১৮; সময়- ০০.৪৫ ঘটিকা। ধারা- ১৯ (ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন; তৎসহ ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, ৬। কলারোয়া থানার এফ আই আর নং-১২/২৭৩, তারিখ- ১২ আগষ্ট, ২০১৮, জি আর নং-২৭৩/১৮, তারিখ- ১২ আগষ্ট, ২০১৮, সময়- রাত ২১.৪৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৭। কলারোয়া থানার এফ আই আর নং-৯/২০৫, তারিখ- ০৫ জুন, ২০১৮, জি আর নং-২০৫/১৮, তারিখ- ০৫ জুন, ২০১৮, সময়- রাত ২২.১৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৩(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৮। কলারোয়া থানার এফ আই আর নং-৯/৫২, তারিখ- ১২ ফেব্রু, ২০২১, জি আর নং-৫২/২১, তারিখ- ১২ ফেব্রু, ২০২১, সময়- ১৭.১৫ ঘটিকা ধারা- ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৩৫৪/ ৩৭৯/ ৫০৬/ ১১৪ পেনাল কোড-১৮৬০, ৯। কলারোয়া থানার এফ আই আর নং-১৮/২৬৭, তারিখ- ২৪ সেপ্টে, ২০২০, জি আর নং-২৬৭/২০২০, তারিখ- ২৪ সেপ্টে, ২০২০, সময়- ০০.৩৫ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১৪(ক)/৩৬(১) এর ১৬/৩৬(১) এর ২৫/৪২(১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ১০। কলারোয়া থানার এফ আই আর নং-৫/৬৩, তারিখ- ০১ ফেব্রু, ২০২০, জি আর নং-৬৩/২০২০, তারিখ- ০১ ফেব্রু, ২০২০, সময়- ১৯.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১৪(গ)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ১১। কলারোয়া থানার সময়- ১৯.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১৪(গ)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ১২। কলারোয়া থানার এফ আই আর নং-৮/৬৬, তারিখ- ০৪ ফেব্রু, ২০২০, জি আর নং-৬৬/২০২০, তারিখ- ০৪ ফেব্রু, ২০২০, সময়- ০৭.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১০(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত ১৩। কলারোয়া থানার এফ আই আর নং-৬/৬৮, তারিখ- ০৭ এপ্রিল, ২০১৯, জি আর নং-৬৮/১৯; সময়- ১৪.১৫ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১১(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ১৪। কলারোয়া থানার এফ আই আর নং-৩/৩১, তারিখ- ০২ ফেব্রু, ২০১৮, জি আর নং-৩১/১৮, তারিখ- ০২ ফেব্রু, ২০১৮, সময়- ০১. ১০ ঘটিকা ধারা- ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৫(৩)/২৫-উ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, ১৫। কলারোয়া থানার মামলা নং-১২, তাং-১১/০৯/২০১৮, ধারা-অস্ত্র আইন এর ১৯(এ), উল্লেখিত মামলা গুলির এজাহার ভুক্ত আসামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!