• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদ সীমান্ত থেকে ৩ কোটি টাকা মূল্যের ৩ পিস স্বর্ণের বারসহ আপন দুই ভাইকে আটক করেছে ৫৮ বিজিবি নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু পুলিশের হাতে গ্রেফতার! গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই ছাত্রের মৃ’ত্যু গোপালগঞ্জে আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত নাচোলে জাতীয় আইন গত সহায়তা দিবস-২৪ পালিত গোমস্তাপুরে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় এসির তার চুরির ৩ ঘন্টার মধ্যে চোরকে আটক করে মালামাল উদ্ধার করল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত নাচোলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার বরাদ্দের অর্থ লোপাটের অভিযোগ খামারিদের নাচোলে গুণীজন সংবর্ধনা ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান

নাচোলে সরকারী সম্পত্তি ভূমি দশ্যুদের দখলে,সংশ্লিষ্টি কর্তৃপক্ষ উদাসিন!

Reporter Name / ১৯০ Time View
Update : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারী সম্পত্তি ভূমি দশ্যুদের দখলে, সংশ্লিষ্টি কর্তৃপক্ষ উদাসিন! এলাকাবাসী ও ভূক্তভোগীরা অভিযোগ করে প্রতিকার পাচ্ছেনা।
অভিযোগ সূত্রে জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার জেলএল নং ১৫৫, নেজামপুর মৌজার দাগ নং-১০৪২, শুড়ি পুকুরের নালা(ঈদগাঁ পাড়া) যাহার দাগ নং-৯০৯, পরিমান ৩২শতাংশ সুপরিকল্পিতভাবে ভূমি দশ্যু আতারুল,পিতা-মৃত মোজাম্মেল, মানিবুর, পিতা-মৃত মোজাম্মেল হক, কাওসার, পিতা সাবেদ আলী, গ্রাম নেজামপুরসহ এলাকার চিহিত ভূমি দশ্যুরা ওই পুকুরের নালা জবর দখল করেবাইরে থেকে ট্রাকে কওে মাটি এনে ভারট করে এবং ঘর বাড়ি নির্মান ও সরকারী গাছপালা কাটিয়া আত্মসাৎ করে। পুকুরের নালাটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫০ বিঘা জমি চাষাবাদের চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। উক্ত নালাটি সরকারের ১নং খাস খতিয়ান হওয়ায় ভূমি দশ্যুদের কবল থেকে মুক্ত করার লক্ষে বিগত ৪বছর পূর্বে নেজামপুর গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে মোঃ বজলুর রহমান বাদী হয়ে নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে ভূমি দশ্যুদের অবৈধ দখল ও সরকারী গাছ নিধন বন্ধের অভিযোগ করেন। কিন্তু দীর্ঘ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করায় নেজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল হকের সুপারিশকৃত অভিযোগ নাচোল উপজেলা নির্বাহী অফিসারের নিকট ১৬/১০/২০১৮ তারিখ পুনরায় অভিযোগ করেন। এর অনুলিপি জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)চাঁপাইনবাবগঞ্জ ও দূর্নীতি দমন কমিশন বরাবরে অনুলিপি প্রেরণ করেন। এবিষয়ে ভূক্তোভুগিরা ভূমি দশ্যুদের কবল সরকারী সম্পদ উদ্ধার করার আশায় ভূমি সংক্রান্ত বিভিন্ন দপ্তরে ধর্না দিতে থাকেন। কিন্তু সেখান থেকে তারা প্রতিকার না পাওয়ায় আবারও ০৯/০১/০১৯ তারিখে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, তৎকালীন ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নেজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল হক, ইউপি সদস্য মাসুদ রানা, সংরক্ষিত মহিলা সদস্য রেখা বেগম এর সুপারিশকৃত আবদেনপত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ২০টাকার কোর্ট ফি দিয়ে লিখিত আবেদন করেন। কিন্তু ভূমি দশ্যুদের অশুভ তৎপরতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতার কারনে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে ভূক্তিভোগীরা। অন্যদিকে, দীর্ঘসময় ধরে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। অভিযুক্ত মানিবুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এবিষয়ে নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!