• সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন ঝিনাইদ সীমান্ত থেকে ৩ কোটি টাকা মূল্যের ৩ পিস স্বর্ণের বারসহ আপন দুই ভাইকে আটক করেছে ৫৮ বিজিবি নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু পুলিশের হাতে গ্রেফতার! গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই ছাত্রের মৃ’ত্যু গোপালগঞ্জে আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত নাচোলে জাতীয় আইন গত সহায়তা দিবস-২৪ পালিত গোমস্তাপুরে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় এসির তার চুরির ৩ ঘন্টার মধ্যে চোরকে আটক করে মালামাল উদ্ধার করল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত নাচোলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার বরাদ্দের অর্থ লোপাটের অভিযোগ খামারিদের

এসির তার চুরির ৩ ঘন্টার মধ্যে চোরকে আটক করে মালামাল উদ্ধার করল পুলিশ

Reporter Name / ৮৮ Time View
Update : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ ইয়াসিন আরাফাত.

চাঁপাইনবাবগঞ্জে ভোররাতে এসির তার চুরির ঘটনায় মাত্র ৩ ঘন্টর মধ্যে চোরকে আটক করেছে পুলিশ। পরে মালামাল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এনিয়ে এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী হানিফ মেহমুদ। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে আটককৃত চোরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

জানা যায়, গত মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিস্ত্রীপাড়া এলাকার মৃত ইকবাল হোসেন ছোটকুর ছেলে হানিফ মেহমুদের বাড়ি থেকে চারটি এসির তার চুরি হয়। পরবর্তীতে ঘটনাটি পুলিশকে অবহিত করলে ঘটনার তিন ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় চোরকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাকে সাথে নিয়ে চুরি হওয়া এসির তার উদ্ধার করা হয়।

আটককৃত চোর জেলা শহরের মসজিদপাড়া এলাকার মৃত মো. সালাউদ্দিনের ছেলে মো. সজিব। এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এজাহার দায়ের করেন, ভুক্তভোগী হানিফ মেহমুদ। তিনি জানান, সকালে উঠে দেখি এসির তার চুরি হয়েছে। পরবর্তীতে পুলিশকে দ্রুত বিষয়টি অবহিত করি। এরপর ঘটনার মাত্র ৩ ঘন্টার মধ্যে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সামিউর নেতৃত্ব পুলিশের একটি দল কাজ শুরু করে।

তিনি আরও বলেন, ঘটনার তিন ঘন্টার মধ্যেই আসামীকে আটক করা হয়। পুলিশের এমন সেবায় আমরা কৃতজ্ঞ। তাৎক্ষণিক আসামী আটকের পাশাপাশি মালামাল উদ্ধার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, ভোররাতে এসির তার চুরি হয়েছে এমন খবর পেয়ে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় কাজ শুরু করে সদর মডেল থানার একটি দল। পরবর্তীতে চোরকে আটক করে মালামাল উদ্ধার করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!