• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই ছাত্রের মৃ’ত্যু গোপালগঞ্জে আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত নাচোলে জাতীয় আইন গত সহায়তা দিবস-২৪ পালিত গোমস্তাপুরে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় এসির তার চুরির ৩ ঘন্টার মধ্যে চোরকে আটক করে মালামাল উদ্ধার করল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত নাচোলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার বরাদ্দের অর্থ লোপাটের অভিযোগ খামারিদের নাচোলে গুণীজন সংবর্ধনা ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান নাচোল জামায়াত বিএনপির ৩ প্রার্থীর মনোনায়ন প্রত্যাহার নাচোলে নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ৮লাখ ৯হাজার টাকা ও ১৬১টি সাইকেল বিতরণ

২৬৮৯ জন নেবে স্বাস্থ্য অধিদপ্তর

Reporter Name / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

২৬৮৯ জন নেবে স্বাস্থ্য অধিদপ্তর

 

২২৬৮৯ জন নিয়োগের কার্যক্রয়ার পর সম্প্রতি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদরে। এই নিে ১০নের প্রায় সবই মেডিক্যাল নোি মেডিক্যাল টেকনিশিয়ানের। মেডিে টেকনোলজিতে ডিপ্লেয়) ও এইচএসসি/সমমান পাস প্রার্থীরা এসব পদে আবেদনের সুযোগ পাবেন। আবেদন করতে হবে অনলাইনে (dglisc.teletall.com.bd 23 এপ্রিল বিষের

পরীক্ষা কিভাবে?

হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সিনিয়ার মেডিক্যাল টেকনোলসিষ্ট মো. সেলিম মেয়ে মান, ৮০ থেকে ১০ পারে। নিউ হলে নাকি লিখিত পদ্ধতিতে হবে, এটি নিয়োগ বোর্ড নির্ধারণ

মেডিক্যাল টেকনোলজিষ্ট মেডিক্যাল টেকনিশিয়ান প্রার্থীদের অগপত্র পৃথক হবে। উভয় ক্ষেত্রেই সাধারণত বাংলা, গণিত, সাধারণ জ্ঞান ও তথ্য-প্রযুক্তির (আইসিটি) ওপর প্রশ্ন আছে। এসব বিষয়ের বাইরে টনি প্রশ্ন কমবেশি থাকতে পারে। এ ক্ষেত্রে সাধারণত মেডিক্যাল টেকনোলজিষ্ট হয়ে লেভেলের পাঠ্য বই থেকে প্রস্তুতি নিয়েই চলবে।

কোন পদে কতজন?

মেডিক্যাল টেকনোন (Cefs) 320 মেডিক্যাল টেকনোলন্টি) ১১ জন, মেডিক্যাল টেকনোলজিস্ট (ডিজিএথেরাপি) ১১০ জন, মেডি মেডিক্যাল টেকনিশিয়ান (ইসিজি) ৪৬০ জন, মেডিক্যাল টেকনিশিয়ান (অ্যানেসথেসিয়া) ৩০৯ জন, মেডিক্যাল টেকনিশিয়ান। ডায়ালিসিস) ৩০২ জন, ে ডি) ২১১ জন, মেডিক্যাল টেকনিশিয়ান (ইটিটি) ১২২ জন, টেকনিশিয়ান (া), মেডিক্যাল টেকনিশিয়া (ট) জন, মেডিক্যাল টেকনিশিয়ান ২৪৮ জন এবং কি মডিক্যাল টেকনিশিয়ান (উ)

বিষয়ভিত্তিক প্রস্তুতি-

বিষয়ভিত্তিক এই প্রস্তুতি মেডিক্যাল টেকনোলজিষ্ট ও মেডিক্যাল টেকনিশিয়ান উভয় পদের ক্ষেত্রে প্রযোজ্য।

● মেডিক্যাল টেকনোলজিষ্ট ও মেডিক্যাল টেকনিশিয়ালদের ক্ষেত্রে পদ থেকে দশম শ্রেণির গণিত বই থেকে বাস্তব শ, অনুপাত সমানুপাত, শাড়ি, ঐকিক নিয়ন, গড় অংশ ভালো করে আছে করতে হবে। জ্যামিতি থেকে।

যষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত গদ্য ও পামার লেখক-কবির নাম, পরিচিতি, শব্দের অর্থ, বানান কি আহার করতে | রেখা, কোণ, বিজ্ঞ, ণা রাখতে হবে। থেকে শব্দ, পদ, লিঙ্গ, উপসর্গ, কারক ও বিভক্তি, সমাস, সমার্থক দ, বিপরীভ্রামক শব্দ, এককথায় প্রকাশ, ভারত করতে পারবে বাংলায় ভালো করা

মেডিক্যাল টেকনোলজিষ্ট মেডিয়ান টেকনিশিয়াননের পর ধস এবং কনফিউজ তৈরি করে এমন প্রশ্নই করা হবে। দেশের সমসাময়িক বিষয়ের পাশাপাশি বিষয় সম্পর্কে ভালো করে ধারণা থাকতে হবে।

কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি

ইংরেজি বিষয়ে সাধারণত ব্যাকরণের ওপর ভালো দক্ষ হতে হবে। Right Form of verh, Subject verb agreement Tense, Article Noun, Pronotam Verb, Adverti conditional. Degree, Voice, Conditional sentence, Narration, Transformation of sentence. Idioms & Plumses, Preposition [ ভালো করে পড়তে যদি লিখিত হয়, তাহলে পারায়াঙ্ক, চিঠি,

কম্পিউটার ডিভাইস কি-বোর্ড, মাউস, লিভার, ইনপুট, আউটপুট ডিভাইস সম্পর্কে ধারণা থাকতে হবে। কম্পিউটারের প্রকারভেস, কম্পিউটারের অদম্পংশ্চিই। ইন্টারনেট জীবনে কম্পিউটার ব্যবহার সম্পর্কে রা

■ অনলাইন আবেদনপত্রে স্বামীর রঙিন ছবি (205TE 20 ৩০০x৮০) ন র্মরত আগে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ৩ স্বাক্ষরের সাইজ ৬০ কিলোবাইটের মধ্যে হতে হবে।

ব আবেদনপত্র পূরণ করে সাবমিটের পর একটি ইয়া আইছি, ছবি এ ক্ষেত্রে একটি অ্যাধিক্যাট ঋপি পাবেন। আগ্ন্যিান্ট কপি হাউনলোড (পিডিএফ) প্রিন্ট করে সংরক্ষণ রাখবেন। ১১২ টাকা) জমা দিতে হবে টেলিটক যোগ মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে এ

আই ব্যবহার করে দুটি এসএমএস পাঠিয়ে দি জমা দি

16222 ন DGHSC<space>User ID দিয়ে পাঠাতে হবে দ্বিতীয় এসএমএস: DGHSC<space>YES<space> PIN দিয়ে পাঠাতে হবে 16222

প্রবেশপত্র

পরীক্ষার আগে প্রার্থীরা অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। মোবাইলে এপনিয়া কেবল যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হবে। নির্ধারিত প্রবেশপত্র ডাউনলোড egre spe http://dalase teletalk.com.bd www.dghs.gov.bd


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!