• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি স্কুলে অনুষ্ঠিত হলো আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতা – ২০২৪ নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত মহেশপুরে ড্রাগন চাষী মিলনের ২৬শ’ ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা কোটালীপাড়া জোর পূর্বক ৭০ বিঘা ঘের তৈরি নাচোলে বিশ্ব “মা” দিবস উদযাপন নাচোলে নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে সংবর্ধনা নাচোলে বজ্রপাতে এক যুবকের মৃত্যু গোমস্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে  আশরাফ আলী আলিম নির্বাচিত নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল কাদের ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা ইয়াসমিন বেসরকারিভাবে নির্বাচিত। বুধবার নাচোল উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান পদে ২জন,ভাইস চেয়ারম্যান পদে-৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিবগঞ্জে ইউনিয়ন পরিষদ ওয়ার্ডের উপনির্বাচন জমে উঠেছে

Reporter Name / ৩২৮ Time View
Update : বুধবার, ১ জুন, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ৭নং শ্যামপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য পদে (শূন্য পদে) উপ-নির্বাচন প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত চলছে ভোট প্রার্থনা। গোটা ওয়ার্ডে ছেঁয়ে গেছে প্রার্থীদের পোস্টার আর ফেস্টুনে।

উপনির্বাচনে সদস্য পদে যারা এবার নির্বাচন করতে যাচ্ছেন তারা হলেন-মোঃ সোনার উদ্দীন (মোরগ), মোঃ রাসেল (টিউবওয়েল) , সাবেক মেম্বার বেনজির আহমেদ (ফুটবল) এদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বলে জানিয়েছে এলাকাবাসীরা।

ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, প্রত্যেকটা প্রার্থী বিভিন্ন ইশতেহার দিয়ে যাচ্ছে। ওয়ার্ডের যে সমস্যা তারাও সেগুলো সমাধান করবে বলে কথা দিচ্ছে। তবে এই নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলছে স্থানীয়রা। এবার তরুণ প্রার্থীদের সমর্থন করছেন তারা।

এছাড়াও অন্যান্য প্রার্থীরাও গণসংযোগ করছেন। প্রার্থীরা নিজে থেকে বা কর্মীদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোগ প্রার্থনা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান জানান, এই শ্যামপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান ঝাটু মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়।

ওই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩হাজার ৬শ১১জন। তার মধ্যে পরুষ ভোটার ১হাজার ৮শ৯৬জন ও নারী ভোটার ১হাজার ৭শ১৫জন। হাদিনগর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। আগামী ১৫ জুন এ ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্টিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!