• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় এসির তার চুরির ৩ ঘন্টার মধ্যে চোরকে আটক করে মালামাল উদ্ধার করল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত নাচোলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার বরাদ্দের অর্থ লোপাটের অভিযোগ খামারিদের নাচোলে গুণীজন সংবর্ধনা ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান নাচোল জামায়াত বিএনপির ৩ প্রার্থীর মনোনায়ন প্রত্যাহার নাচোলে নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ৮লাখ ৯হাজার টাকা ও ১৬১টি সাইকেল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জীবন মানোন্নয়নের ১৬৭ জনকে বাইসাইকেল বিতরণ সমসপুর দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে কোষাগার শূন্য করার অভিযোগ শিক্ষকদের ! শিবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

গুগল লোকাল গাইডস’র “গাইডিং স্টার” হলেন রাজশাহীর নাহিদ হোসেন।

Reporter Name / ৬০০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

বিশ্বের সব দেশের লোকাল গাইডসদের কার্যক্রমের ওপর ভিত্তি করে পাঁচটি ক্যাটাগরিতে সর্বমোট ৫০ জনকে গাইডিং স্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্য থেকে হেল্পফুল হিরো ক্যাটাগরিতে “গাইডিং স্টার” অ্যাওয়ার্ড পেয়েছেন নাহিদ হোসেন

৭ ডিসেম্বর রাতে ক্যালিফোর্নিয়া থেকে পরিচালিত ইউটিউব প্রিমিয়ারের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। গাইডিং স্টার অ্যাওয়ার্ড প্রাপ্তদের নাম ঘোষণা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, গুগল লোকাল গাইড ইভেন্ট লিডার ক্রিস্টেন। অনুষ্ঠানে গুগল জিও টিম এর লিডার ক্রিস ফিলিপস, গুগল ম্যাপসের ইঞ্জিনিয়ারিং টিম পরিচালক রাশমি কোলহার, প্রোডাক্ট ম্যানেজার জিন কোই, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মাসা উই, প্রোডাক্ট ম্যানেজার ক্যারোলিন উপস্থিত ছিলেন।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে ৫০ জন গাইডিং স্টারের, এ বছরের সম্মিলিত কর্মকাণ্ড সংক্ষিপ্ত আকারে তুলে আলোচনা করা হয়। গুগল ম্যাপ এর প্রোডাক্ট ডিরেক্টর মাইকেল বিজস পাঁচ ক্যাটাগরিতে ৫০ জনের নাম ঘোষণা করেন।

এ বছরে রাজশাহীর নাহিদ হোসেনসহ বাংলাদেশ থেকে মোট সাত জন পেয়েছেন গাইডিং স্টার অ্যাওয়ার্ড। অন্যরা হলেন- ইনক্লুসিভ ম্যাপার ক্যাটাগরিতে ঢাকার শাফিউল ও ময়মনসিংহের আব্দুল্লাহ, হেল্পফুল হিরো ক্যাটাগরিতে কুমিল্লার মাহবুব ইসলাম ও চট্টগ্রামের সাইয়ান, কমিউনিটি বিল্ডার ক্যাটাগরিতে ঢাকার মুকুল ও লক্ষ্মীপুরের গাজি।

২০১৬ সাল থেকে নির্বাচিত সেরা লোকাল গাইড নিয়ে প্রতিবছর গুগল হেডকোয়ার্টার বাৎসরিক সামিট এর আয়োজন করা হলেও মহামরি করোনার কারণে গত বছর থেকে এই আয়োজন করা হয়নি। তাই গত ২০২০ থেকে লোকাল গাইডসদের কাজের স্বীকৃতিস্বরূপ চালু করেছে গাইডিং স্টার অ্যাওয়ার্ড।

এ বছর পৃথিবীর সকল দেশের লোকাল গাইডসদের কার্যক্রমের ওপর ভিত্তি করে পাঁচটি ক্যাটাগরিতে সর্বমোট ৫০ জনকে গাইডিং স্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাদের মধ্যে রাজশাহীর তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা নাহিদ হোসাইন ‘হেল্পফুল হিরো’ ক্যাটাগরিতে এ গাইডিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন।

গুগল এর তথ্যমতে নাহিদ এই পর্যন্ত গুগল ম্যাপে ৪০০ টির ও বেশি জায়গা যুক্ত করেছেন এবং প্রায় ৫০০০ এর মতো ছবি যোগ করেছেন যা ১৮,২৬৭,৯৭০ বার দেখা হয়েছে। তিনি প্রতিনিয়ত গুগল লোকাল গাইড কানেক্ট এ তুলে ধরছেন গ্রাম বাংলার ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি সহ আবহমান বাংলার নানান গল্প চিত্র। এছাড়াও যুবাদের জন্য প্রতিনিয়ত সৃজনশীল প্লাটফম তৈরি সহ কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোক্তা তৈরি জন্য ক্যারিয়ার উন্নয়নে নানা পরামর্শ দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।

গাইডিং স্টারের তালিকায় নাম আসার পর নাহিদ হোসেন বলেন, ‘প্রযুক্তির এই বিশাল জগতে বাংলা ভাষা এবং বাংলাদেশকে চিনিয়ে দিতেই মূলত প্রযুক্তি ভিত্তিক স্বেচ্ছাসেবার সাথে জড়িত হওয়া শুরু। দৈনন্দিন সমস্যায় প্রযুক্তি ব্যবহার করে সমাধান করার মধ্যে আনন্দ খুঁজে পাই। গুগল ম্যাপ এমনই একটা প্লাটফর্ম যেখানে আপনার একটু কন্ট্রিবিউশন অজান্তেই লাখ লাখ মানুষকে সহায়তা করে এবং এটা চলতেই থাকে।’

মানুষ যখন নিজের অর্থ, শ্রম, সময় খরচ করে অন্যের জন্য ভালো কিছু করার চেষ্টা করে, তখন সবচাইতে ভালোটা কিন্তু তার জন্যই ঘটে। প্রতিযোগিতাপূর্ণ বাজারের জন্য নতুন নতুন দক্ষতা অর্জনের জন্য স্বেচ্ছাসেবার থেকে ভালো কিছু আর হয় না বলেও মনে করেন এই লোকাল গাইড।

তিনি আরও বলেন, গুগল “লোকাল গাইডস” গুগলের একটি পরিষেবা। এটি গুগল ম্যাপভিত্তিক একটি প্লাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য ভলান্টিয়ার প্রতিনিয়ত ম্যাপ উন্নয়নে অবদান রাখেন, তাদের বলা হয় ‘লোকাল গাইড’। তারা প্রতিদিন সংযুক্ত এবং সংস্কার করে চলছেন গুগল ম্যাপ।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category




error: Content is protected !!
error: Content is protected !!