অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সুস্থ্যতা কামনা করে দোয়া পচিালনা করা হয়। আজ শনিবার বিকালে এশিয়ান স্কুলে নাচোল প্রাইভেট শিক্ষা পতিষ্ঠান এ্যাসোসিয়েশন এর আয়োজনে সংগঠনের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি নাচোল ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক শফিকুল আলম,সাধারণ সম্পাদক ও এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক ইসাহাক আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত পরিচালক ও শিক্ষকমন্ডলী। আলোচনা শেষে অসুস্থ নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।