চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ভোটগহণের দিন ১৪৫ প্রিজাইডিং, ১ হাজার ৩২ জন সহকারী প্রিজাইডিং ও ২ হাজার ৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার থেকে ৪ দিনব্যাপী এইসব ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী ২১ নভেম্বর এই প্রশিক্ষণ শেষ হবে। প্রশিক্ষণের প্রথমদিনে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার মো. ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, উপজেলা নির্বাচন অফিসার মো. তাসিনুর রহমানসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।
অবাধ নিরপেক্ষভাবে ভোটগ্রহণ, ভোটগণনা এবং ফলাফল ঘোষণা করার জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আঞ্চলিক নির্বাচন অফিসার মো. ফরিদুল ইসলাম। জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান জানান, ১৩ টি ইউনিয়নে ভোটার রয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৬ হাজার ৫১১ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৪৫টি।