অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বঙ্গবন্ধুর ভার্স্ক অবমাননার প্রতিবাদে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সভা অনুষ্ঠিত হযেছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে“ জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা কন্সফারেন্স রুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদেও চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।সভায় কুষ্ঠিায়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্ক অবমাননার তীব্র নিন্দা ও ষড়যন্ত্রকারী গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।