মিজানুর রহমান বাগমারাঃ
কুকুরের মুখে প্লাস্টিকের বোওম গত শুক্রবার রাজশাহী বাগমারা উপজেলা ঝিকরা ইউপি’তে এমন ঘটনা তথ্য আসে বাগমারা ফায়ার সার্ভিস টিমের নিকট দ্রুত ঘটনায় স্থানে পৌঁছে ফায়ার সাভিস টিমের প্রধান মেহেদী হাসান তুহিন সহ অগ্নিশিখা সদস্যরা।
ঘটনায় স্থানে গিয়ে কুকুর লাগাল না পাওয়াই দীর্ঘ সময় অতিবাহিত করেন তবুও আশেপাশে ঘুরে কুকুরে সন্ধান দিতে পারে নাই স্থানীয়রা। এরপর চলে আসেন ফায়ার সার্ভিস টিম।
আজ ২০ জানুয়ারি বিকাল ৫ ঘটিকায় হঠাৎ ফোন আসে আবারও বাগমারা ফায়ার সাভিস প্রধান ও ৮ জন বিশিষ্ট সদস্যরা দ্রুত ছুটে যান কুকুরের সন্ধানে দীর্ঘ চেষ্টার পর চেয়ারম্যান হামিদ ফৌজদার বাসা কাছ থেকে ৮ বাচ্চা র মা কুকুরের মুখ থেকে প্লাস্টিক বোয়াম খুললে ফেলেন। প্রাণে বেঁচে যাই কুকুরটি গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রশান্তি লাভ করে। কৃতজ্ঞতা প্রকাশ করেন বাগমারা ফায়ার সাভির্স টিমদের।
এই বিষয়ে বাগমারা ফায়ার সার্ভিস কর্মকর্তা মেহেদী হাসান তুহিন বলেন, গত শুক্রবার আমাদের কাছে কুকুরে তথ্য পাওয়ার সাথে সাথে ছুটে যাই এবং আজকে কুকুরে মুখ থেকে প্লাস্টিক বোয়াম খুলে স্থানীয় বাসিন্দাদের হাসি মুখ দেখেছি। স্থানীয়দের সহযোগিতায় ৮ বাচ্চা র মা কুকুরটি বাচ্চঁাতে পেয়ে সত্যি আনন্দিত লাগছে শুধু অগ্রিসেনা নয় জরুরি প্রয়োজনে বাগমারা উপজেলা মানুষের পাশে আছি থাকবো।