শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের
গোমস্তাপুর উপজেলার রহনপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে সাইকেল র্যালি আয়োজন করছে রহনপুর
পূনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ। মঙ্গলবার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কাউট লিডার শাকিব আশরাফ
সৌরভ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ড. আতিকুর রহমান, সম্পাদক ইয়াহিয়া
খান রুবেল, স্কাউটস ইসাহাক ইসলাম ও মাহবুব আলম রাকিব। সংবাদ সম্মেলনে জানানো হয়
আগামী ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ চত্বর থেকে ৭৫জন স্কাউটের সমন্বয়ে
সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে। স্কাউটরা র্যালি নিয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক
প্রদক্ষিন করে ৭টি স্থানে জন সাধারনের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জাতীয় সংসদ সদস্য
জিয়াউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন রেজা, উপজেলা নির্বাহী অফিসার
মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাসুদ পারভেজ, জেলা স্কাউটসের সম্পাদক
গোলাম রশিদ, উপজেলা স্কাউটসের সম্পাদক নুরুজ্জামান বাবু, স্কাউটস কমিশনার আব্দুল
মজিদ প্রমুখ।