শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীসহ দুজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। আজ শুক্রবার ২৭শে প্রতীক বরাদ্দ হবে ।
তবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তারা হলেন- স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (জামায়াত সমর্থিত) রবিউল ইসলাম ও ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী নুরুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান জানান, নির্বাচনী সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবে প্রার্থীরা। সাধারণ ভোটারদের কাছে প্রার্থীরা তাদের ভোট প্রার্থনা করবেন।
ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘে ও স্বর্তঃস্ফুতভাবে ভোট প্রদান করবেন।
প্রথমবারের মতো কানসাট ইউনিয়ন নির্বাচনে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।