ময়মনসিংহের ফুলপুরে একজন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে উপজেলার হরিরামপুর গ্রামে আলী আকবরের ধান ভাঙার মিল সংলগ্ন স্থানে ৭০ বছরের এক বৃদ্ধকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (২৮ মে) বিকাল ৩টার দিকে বড় শুনই গ্রামের হাজী মো. জৈমত আলী খান (৭০) ওই অভিযোগ করেন। তিনি বলেন, বিবাদীদের সাথে জমিজমা নিয়ে পূর্ব থেকেই আমার বিরোধ চলে আসছে। ঘটনার সময় তারা আমাকে একা পেয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অকথ্য ভাষায় গালাগালি করছিল। পরে আমি এর প্রতিবাদ করলে ইউপি চেয়ারম্যান লোহার চুক্কি দিয়ে আমার বাম চোখের নিচে ফার মেরে মারাত্মক কাটা রক্তাক্ত ছিদ্রযুক্ত জখম করে। এসময় অন্যান্য বিবাদীরাও আমার উপর আক্রমণ করে। নাকে পিঠে কপালে কিল ঘুষি মারে। এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি ফুলপুর থানার ওসি ও ওসি তদন্ত উপস্থিত থেকে দরবার করে মীমাংসা করে দিয়েছেন। এরপরও সে মানে না। মারধরের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, এসব মিছা কথা। মানুষের লজ্জা শরম না থাকলে যা হয়। তার ভাতিজারাই তাকে মেরেছে। আমি তাকে মারবো কেন? এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।