সোহানুল হক পারভেজ তানোর (রাজশাহী) রাজশাহীর তানোর উপজেলার প্রকাশ নগর টকটকিয়াপাড়া গ্রামের শাহজানের পুত্র রবিউল রবিউল ইসলাম (২৪) গলায় দড়ি দিয়ে আত্জানহত্যার ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে জানা গেছে, জালাল উদ্দীনের একমাত্র মেয়ে আশা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক হয় রবিউলের এমত অবস্থায় ভালবাসার টানে আজ ভোর পাঁচটার সময় প্রেমিক রবিউলের বাড়িতে ঢোকে পড়েন আশা। এমত অবস্থায় রবিউল বাড়ি থেকে বের হয়ে যান। একটু পরে পাশের রুমে গিয়ে গলায় দড়ি দেন রবিউল, তারপর বাড়ির লোকজন তাকে খোজাখুজি করে দেখেন পাশের রুমে গলায় দড়ি দিয়েছেন রবিউল ইসলাম। তখন রবিউলের মা তার ছোট ছেলে সাকিব ও তার প্রেমিকা আশা গলার দড়ি কেটে তাকে উদ্ধার করেন। এরপর রবিউল জীবিত অবস্থায় তার মায়ের কাছে এক গ্লাস পানি চান। পানি পান করার পরে তাকে পরিবারের লোকজন তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাস্তায় রবিউল শেষ নিশ্বাস ত্যাগ করেন।এ বিষয়ে মুন্ডমালার আইসি মাসুদ রানা বলেন, তানোর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।