সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে কাভার্ডভ্যানে করে গ্যাস বিক্রি করার অভিযোগে আজিজুল হক নামের এক ভাসমান দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর মাধ্যমে ১টি মামলায় ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২০ জুন সোমবার কেরানীহাট-বান্দরবান রুটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা।
উক্ত অভিযানে সহযোগী হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ এবং সাতকানিয়া থানার এস.আই জনাব মোঃ রাজু আহামেদ, এ.এস.আই জনাব মোঃ এনামুল হক ও সংগীয় ফোর্স।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা বলেন, অবৈধভাবে কাভার্ডভ্যানে করে গ্যাস বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আজিজুল হক নামের এক ভাসমান দোকানিকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে যে সমস্ত ব্যবসায়ীরা অবৈধভাবে কাভার্ডভ্যানে করে গ্যাস বিক্রির সাথে জড়িত এবং স্ব-স্ব পয়েন্টে টং ঘর নির্মাণ করে গ্যাস বিক্রি করছে তাদেরকে অতিদ্রুত নিজ উদ্যোগে তা ভেঙ্গে ফেলার জন্য নির্দেশনা প্রদান করেছি বলে জানান।