মেয়ে সুমাইয়াকে কোলে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে জনসভায় এসেছেন শরিতুন বেগম (৪০)। তিনি পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবা এলাকার বাসিন্দা।
শরিতুন বেগম বলেন, ‘আমাদের বাড়ির সামনে অনুষ্ঠান আর আমরা আসবো না, এটা কোনো কথা? আমরা পদ্মা সেতুতে জমি দিয়েছি। আমাদের জমিতে পদ্মা সেতু হইছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমন দেখতে আসছি। শুধু মানুষ আর মানুষ। জানি না প্রধানমন্ত্রীকে দেখতে পারবো কি না। তিনি একজন সাহসী মানুষ। আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, আমাদের এলাকায় এখন নদী ভাঙে না। পুরাই টাউন-শহর। কেউ আর এখন পানিতে ডুবে মরবো না।