কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়াতে ও সংগ্রাম, অর্জন, গৌরব ও সাফল্যে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন২০২৩)সকাল ১০ঃ৩০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু ভবেনন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিমলেন্দু সরকার,সাবেক সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীর, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,সাবেক পৌর মেয়র অহিদুল ইসলাম হাজরা,আমিনুজ্জামান খাঁন মিলন,দেবদুলাল বসু পল্টু সহ সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দ। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হোসেন শেখ
আরও পড়ুনঃ- গোমস্তাপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে একটি আনন্দ র্যালি বের করে উপজেলা গোল চত্বর হয়ে পৌরসভার সামনে গিয়ে শেষ করে জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সর্বশেষ কেক কেটে ও দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সভার কার্যক্রম শেষ করেন।