চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তানজিলা নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে নিহতের স্বামি মোহাম্মদ মধু (৩৫)।
গ্রেপ্তারকৃত ঘাতক স্বামী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ের চৌধুরী পাড়া গ্রামের মৃত বজলুর রহামনের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. ফরিদ হোসেন রাত পৌণে ১২টার সময় এ প্রতিবেদককে জানান, আজ ৬ ডিসেম্বর বুধবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি যে, পারিবারিক কলহের জের ধরেই হত্যাটি হয়েছে।
ওসি আরও জানান, এদিন রাতে খেয়ে নিজ ঘরে শুয়ে ঘুমিয়ে যায় তানজিলা। পরে তার স্বামী জবাই করে হত্যা করে তাকে।
এ ঘটনায় জড়িত ঘাতক স্বামী মধুকে গ্রেপ্তার করে থানা হাজতে প্রেরণ করা হয়েছে এবং লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান, ওসি মো. ফরিদ হোসেন।-কপোত নবী