• শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে পদ্মা নদীর পানি বন্টনের দাবীতে বিএনপির গন সমাবেশ নাচোলে বিএনপির মনোনায়ন বঞ্চিত ৩জন প্রার্থীর মতবিনিময় পাবনা ৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো বিএনপি নিবন্ধিত ফোন ছাড়া চলবে না নেটওয়ার্ক, অনিবন্ধিত সব ডিভাইস বন্ধ! শাহজাদপুরে পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ, ইপিজেড, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কুড়িগ্রামে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা

রাজবাড়ীতে স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী-পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

Reporter Name / ৭৪ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা :রাজবাড়ীর পাংশায় স্বামী শহিদ মন্ডল হত্যা মামলায় স্ত্রী রহিমা খাতুন ও পরকীয়া প্রেমিক সোহেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ২ আসামি পলাতক ছিল।

সোহেল জেলার পাংশা উপজেলার কাজিয়ালপাড়া গ্রামের জিয়া উদ্দিনের ছেলে এবং রহিমা একই গ্রামের নিহত শহিদ মন্ডলের স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৯ মার্চ থেকে ১০ মার্চ রাত ২টার সময় পাংশা উপজেলার কাজিয়ালপাড়া গ্রামের মৃত জয়নাল মন্ডলের ছেলে শহিদ মন্ডলকে তার স্ত্রী রহিমা খাতুন ও পরকীয়া প্রেমিক সোহেল শ্বাসরোধ করে হত্যা করে। পরে বিষয়টি নিয়ে রাজবাড়ী ২ নম্বর আমলী আদালতে শহীদ মন্ডলের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে সোহেলসহ ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি পাংশা মডেল থানায় রেকর্ড হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রহিমা খাতুনকে গ্রেফতার করে।

তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তিনি জানান, বিয়ের আশ্বাসে পরকীয়া প্রেমিক সোহেলের কথা মতো দুধের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে স্বামী শহিদ মন্ডলকে খাওয়ান। পরে ঘুমিয়ে পড়লে সোহেল ঘরে ঢুকে গামছা দিয়ে নাক, মুখ বেঁধে গলায় টিপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। সোহেল চলে যাওয়ার ১০ মিনিট পর তিনি চিৎকার করে লোকজনকে ডাকেন। আমাকে বিয়ের আশ্বাস দেয় সোহেল। এরপর মামলায় জামিনে মুক্ত হয়ে রহিমা খাতুন পালিয়ে যান।

রাজবাড়ী জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, চাঞ্চল্যকর শহিদ মন্ডল হত্যা মামলায় পরকীয়া প্রেমিক সোহেল ও স্ত্রী রহিমা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় ২ জনই পলাতক ছিল।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category