পদত্যাগের ঘোষণা দেয়ার পর নিজের সাইকেল চালিয়ে কার্যালয় ছাড়লেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট।
শিশু কল্যাণ তহবিল নিয়ে জালিয়াতির অভিযোগে পদত্যাগ করে তার সরকার। শুক্রবার পদত্যাগের ঘোষণা দেয়ার পর সরকারি গাড়ি কিংবা প্রকোটল কিছু ব্যবহার করেননি তিনি।
২০১২ সাল থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ২৬ হাজার পরিবারের বিরুদ্ধে শিশু কল্যাণ তহবিল থেকে অর্থ জালিয়াতির অভিযোগ আনে নেদারল্যান্ডসের কর কর্তৃপক্ষ। ফলে ওই পরিবারগুলোকে অর্থ ফেরত দিতে হয়। এতে আর্থিক সংকটে পড়ে অনেক পরিবার। তারই জের ধরে পদত্যাগ নেদারল্যান্ডস সরকারের।